Advertisement
০৭ মে ২০২৪

সাবধান থাকুন, মারাত্মক হতে পারে ডেঙ্গি হেমারেজিক ফিভার

বৃষ্টি হোক বা না হোক ডেঙ্গির জীবাণুবাহী মশককূলের দাপট অব্যাহত। মন্ত্রী আমলাদের বক্তব্যকে বাউন্ডারি ওভার বাউন্ডারি মেরে ক্রিজে দাপিয়ে বেড়াচ্ছে এডিস ইজিপ্টা মশার ঝাঁক। সাধারণ ডেঙ্গি জ্বর আর পাঁচটা ভাইরাল ফিভারের মতো হলেও ডেঙ্গি হেমারেজিক ফিভার প্রাণসংশয় ডেকে আনতে পারে। সাবধান করলেন ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্ট ডা অরিন্দম কর।বৃষ্টি বাদলার দিনে জ্বর হলেই ভয়, ডেঙ্গি নয়তো! আর পাঁচটা ভাইরাল ফিভারের সঙ্গে ডেঙ্গি জ্বরের খুব তফাৎ নেই। তবে ডেঙ্গি হেমারেজিক ফিভার হলে রোগীর প্রাণ বাঁচানো মুশকিল হয়ে পড়ে।

ডেঙ্গি হেমারেজিক ফিভার হলে রোগীর প্রাণ বাঁচানো মুশকিল হয়ে পড়ে।

ডেঙ্গি হেমারেজিক ফিভার হলে রোগীর প্রাণ বাঁচানো মুশকিল হয়ে পড়ে।

সুমা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১৫:৫২
Share: Save:

বৃষ্টি বাদলার দিনে জ্বর হলেই ভয়, ডেঙ্গি নয়তো! আর পাঁচটা ভাইরাল ফিভারের সঙ্গে ডেঙ্গি জ্বরের খুব তফাৎ নেই। তবে ডেঙ্গি হেমারেজিক ফিভার হলে রোগীর প্রাণ বাঁচানো মুশকিল হয়ে পড়ে। ডেঙ্গি জ্বর সৃষ্টিকারী ভাইরাসের চারটি সেরো টাইপ আছে। অর্থাৎ মূলত চার ধরনের ভাইরাস ডেঙ্গি জ্বর ডেকে আনে। ডিএএন -১ থেকে ডিএএন -৪, সম্প্রতি অবশ্য আর একটি ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। তবে ডেঙ্গির যে ভাইরাসই আমাদের শরীরকে আক্রমণ করুক না কেন এই জীবাণুরা শরীরে জলের ঘাটতি তৈরি করে। তাই পর্যাপ্ত জলপান না করলে ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে। সাধারণ ভাইরাল ফিভারের সঙ্গে ডেঙ্গি জ্বরকে গুলিয়ে ফেলে অবহেলা করলে অনেক সময় গুরুতর সমস্যার সম্ভাবনা থাকে। ডেঙ্গির জীবাণুবহনকারী মশা কামড়ানোর তিন থেকে ১৪ দিনের মধ্যে জ্বর শুরু হয়। যেহেতু বর্ষার এই সময়টায় ডেঙ্গি আর ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে তাই জ্বর হলে নিজেরা চিকিৎসা না করে ডাক্তার দেখানো উচিত।

সিনিয়র সিটিজেন ও বাচ্চাদের সাবধানে রাখুন

এক্সট্রিম এজ গ্রুপ অর্থাৎ ছোট বাচ্চা আর তাদের দাদু দিদাদের জ্বর হলে সাবধান হতে হবে অবিলম্বে। কেন না এদের ক্ষেত্রেই সমস্যা জটিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে এই নয় যে জ্বর হলেই আতঙ্কিত হয়ে হাসপাতালে ভর্তি করে দিতে হবে। অবশ্যই ডাক্তার দেখিয়ে তাঁর পরামর্শ নিয়ে চিকিৎসা করা উচিত। অবশ্য এই সময়টায় যেকোনও বয়সেই জ্বর হলে ডাক্তার দেখানো দরকার।

আরও পড়ুন: ডেঙ্গি নয়তো? জ্বর হলেই রক্ত পরীক্ষা করান

ডেঙ্গি হেমারেজিক ফিভার

ডেঙ্গি জ্বরের এই অবস্থা ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্টদেরও ঘুম কেড়ে নেয়। এডিস ইজিপ্টা মশার কামড়ে প্রত্যেক বছর পৃথিবীর প্রায় ১০ কোটি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন। এদের মধ্যে অল্প কয়েকজনের এই জ্বর মারাত্মক আকার নেয়। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় ডেঙ্গি হেমারেজিক ফিভার। শিশু ও বয়স্কদের মধ্যে এই ধরনের মারাত্মক অবস্থা বেশি দেখা গেলেও ইদানীং কম বয়সের ছেলে মেয়েদের মধ্যেও এই মারাত্মক জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষ করে যাদের এক বার ডেঙ্গি হয়ে গেছে তাঁদের যখন দ্বিতীয় বার বা তৃতীয় বার ডেঙ্গি হয়, তখন তা মারাত্মক অবস্থায় পৌঁছে যেতে পারে। হেমারেজিক এর অর্থ রক্তপাত। রোগীর শরীরের বিভিন্ন ধমনী ও শিরা ফেটে গিয়ে হুহু করে রক্ত ও প্লাজমা বেরিয়ে যেতে শুরু করে। বাইরে থেকে রক্ত দিলেও অনবরত রক্তক্ষরণে রোগীর অবস্থা ক্রমশ জটিল হয়ে ওঠে। এই সময় নানাভাবে রোগীকে স্টেবল করার চেষ্টা করা হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে রোগীর অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। কখন কোন রোগীর ডেঙ্গি যে মারাত্মক রূপ নেবে তা আগে থেকে বোঝা মুশকিল। তবে এজ্বরের দু’তিন দিনের মধ্যেই হেমারেজিক ডেঙ্গির লক্ষণ দেখা যায়। যদিও রোগটা খুব কমন নয়, তবু সাবধানতা হিসেবে ডেঙ্গি হলে নিয়মিত পর্যবেক্ষণে রাখা দরকার।

হেমারেজিক ডেঙ্গির উপসর্গ

তীব্র জ্বর আর শরীর জুড়ে ব্যথা বেদনার পাশাপাশি ত্বকের বিভিন্ন অংশে লাল লাল মশা কামড়ানোর মত র‍্যাশে ভরে যায়। ভয়ানক মাথা ব্যথা করে, বমি হয়, গাঁটে গাঁটে প্রচন্ড ব্যথা করে, খিধে বোধ একেবারেই থাকে না। র‍্যাশের সঙ্গে ত্বকের নীচে রক্ত জমে যায়। প্রেশার কমতে শুরু করে, হাত পা ঠান্ডা হয়ে যায়। এই অবস্থায় পৌঁছনোর আগেই সঠিক চিকিৎসা করা দরকার। না হলে রোগী শকে চলে যেতে পারে। সে ক্ষেত্রে রোগীকে বাঁচানো মুশকিল হয়ে দাঁড়ায়। হেমারেজিক ডেঙ্গি হলে রোগীকে ফ্রেশ ব্লাড ও প্লেটলেট দিতে হয়। এই জটিলতার হাত এড়াতে জ্বর হলে অবহেলা করবেন না।

জল আর ফল খেতে হবে

সাধারণ জ্বর হলেই শরীরে জলের অভাব দেখা দেয়। ডেঙ্গিতেও ডিহাইড্রেশনের সম্ভাবনা অনেক বেশি। তাই পথ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই সময়ে খাবার ইচ্ছে থাকে না বলে বারে বারে অল্প অল্প করে জল, সরবত, ডাবের জল, স্যুপ, টাটকা ফল বা ফলের রস দিলে ভাল হয়। নিজের বাড়ির সঙ্গে সঙ্গে পাড়াকেও পরিচ্ছন্ন রাখতে পারলে তবেই এডিস ইজিপ্টা মশা ও ডেঙ্গি জীবাণুর হাত থেকে রেহাই মেলা সম্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue Fever Health Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE