গলায় একটা ফিনফিনে ওড়না। সাদা পাঞ্জাবির চেনা সাজে তাতেই যেন অন্য রকম চমক!
তারকাদের সাজ কেমন হল, তা নিয়ে কৌতূহল থাকেই। আর তিনি যদি হন তারকা-প্রার্থী রাজ চক্রবর্তী, তবে তো কথাই নেই। ভোটের মরসুমে, প্রচারে যাওয়ার আগে ইনস্টাগ্রামে তাঁর সাজের ছবি মুগ্ধ করল অনেককে। গলায় জড়ানো হাল্কা রঙের ওড়না। তাতে সরু সবুজ পাড়। ওইটুকুই যেন বলে দিচ্ছে আর পাঁচ জনের থেকে তিনি আলাদা।
ভিড়ের মধ্যে নজর কাড়তে সক্ষম ওড়না, স্কার্ফ, চাদর, উত্তরীয়। একরঙা কুর্তা বা শার্টকে নতুন মাত্রা দেয়। বৈচিত্র আনে চেহারায়। তবে গরমের সময়ে ভারী চাদর বা সিল্কের স্কার্ফ ব্যবহারের জন্য সুবিধাজনক নয়। বরং সুতির হাল্কা ওড়না হলে আরামদায়ক হয় সাজ। এই মরসুমে তাই যে কোনও পোশাকের সঙ্গে সুতি কিংবা লিনেনে ওড়না মানানসই বলে মনে করেন এ শহরের স্টাইলিস্ট পৌলমী গুপ্ত। জানান, ঘামের সময়ে ঘাড়ে আর গলায় একটা কাপড় থাকলে আরাম হয়। নানা ধাঁচের সুতি এবং লিনেনের ওড়না এখন পাওয়া যায়। যে কোনও একরঙা শার্ট, টি-শার্ট বা পাঞ্জাবির সঙ্গে তা ভাল মানায়ও। সাধারণত পুরুষদের দেখা যায় একরঙা স্কার্ফ বা চাদর পরতে। ওড়নাও তেমনই বেছে নেওয়া যায়, নিজের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে।