বিশ্বের জনসংখ্যার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যাও। বুধবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, গত ২৫ বছরে বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা চার ধাপ বেড়েছে। অতিরিক্ত ওজন বাড়া, ওবেসিটি, বয়স বাড়াকেই এ অন্যতম কারণ বলে করছে তারা।
২০১৪ সালে বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪২২ মিলিয়ন। যা সেই সময় বিশ্বের জনসংখ্যার ৮.৫ শতাংশ। যেখানে ১৯৮০ সালে এই সংখ্যা ছিল ১০৮ মিলিয়ন। যা সেই সময়ের বিশ্বের জনসংখ্যার ৪.৭ শতাংশ। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনারেল ম্যানেজর বলেন, আমাদের দৈনন্দিন জীবন যাপনের দিকে নজর দেওয়া উচিত। স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, শরীরচর্চা করা উচিত নিয়মিত, ওজন যাতে না বাড়ে সে দিকে খেয়াল রাখা উচিত। কার্বনেটেড ড্রিঙ্ক ও ক্ষতিকারক কার্বহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার প্রবণতা বাড়াকে এর কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উচ্চ আয়ের মানুষদের থেকে মধ্য ও নিম্ম আয়ের মানুষরা ডায়াবেটিসে বেশি আক্রান্ত হচ্ছেন বলেও জানিয়েছেন তাঁরা। মূলত আফ্রিকা, মধ্য ও পূর্ব এশিয়ায় ডায়াবেটিসের প্রকোপ সবচেয়ে বেশি। এই অঞ্চলের জনসংখ্যার ১৩.৭ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত।
বুধবার প্রকাশিত হু-এর গ্লোবাল রিপোর্ট অন ডায়াবেটিস অনুযায়ী, ২০১২ সালে সারা বিশ্বে ১.৫ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল ডায়াবেটিসে। আর ২.২ মিলিয়ন মানুষের মৃত্যু হয় রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার কারণে হার্ট অ্যাটাকের ফলে।
আরও পড়ুন: যে ৬ উপায়ে কমানো যেতে পারে ক্যানসারে ঝুঁকি