Advertisement
১৭ জুন ২০২৪

চাপের মুখে অসুখ বাড়ছে মেয়েদের, উদ্বেগ আলোচনাসভায়

একসঙ্গে ঘর আর বাইরের চাপ সামলাতে গিয়ে মেয়েদের জীবনযাত্রার ধরন অনেকটাই বদলে যাচ্ছে। আর এই বদলে যাওয়া জীবনযাত্রাই ডেকে আনছে নানা ধরনের অসুখ। মঙ্গলবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন নানা অসুখের কথাই সামনে এল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ১৯:৫০
Share: Save:

একসঙ্গে ঘর আর বাইরের চাপ সামলাতে গিয়ে মেয়েদের জীবনযাত্রার ধরন অনেকটাই বদলে যাচ্ছে। আর এই বদলে যাওয়া জীবনযাত্রাই ডেকে আনছে নানা ধরনের অসুখ। মঙ্গলবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন নানা অসুখের কথাই সামনে এল।

উদ্যোক্তাদের তরফে অ্যাপোলো গ্লেনেগেলস হাসপাতালের সিইও রূপালী বসু বলেন, ‘‘দিন দিন মেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে। যা ফুসফুসের ঝুঁকি অনেকটাই বাড়াচ্ছে। সাম্প্রতিক এক পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, মহিলাদের ফুসফুসের ক্যানসার বাড়ছে উদ্বেগজনক হারে।’’ বাইরের জগতে মেয়েদের নানা ধরনের মানসিক চাপ থাকে। কী ভাবে সেই চাপ কাটিয়ে ওঠা যায়, আলোচনা হয় সে নিয়েও। চিকিৎসকেরা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায়, পরিচালক নন্দিতা রায়, টেবিল টেনিস খেলোয়া়ড় পৌলমী ঘটক, বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান, চিত্রশিল্পী ইলিনা বণিক প্রমুখ।

আরও পড়ুন

ক্যানসার রুখতে রোজ খান দাগি কলা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

women stressful life
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE