Advertisement
১৮ জানুয়ারি ২০২৬
Cancer

এই ১০টি লক্ষণ দেখে সাবধান হোন! ক্যান্সার নয় তো?

গোড়াতেই ধরা পড়লে অনেক দুরারোগ্য রোগের হাত থেকেই নিস্তার পাওয়া যায়। কিন্তু সেগুলো মোটেই পাত্তা দিই না। উল্টে বলি— ‘শরীর থাকলে একটু-আধটু রোগ থাকবেই’। কিন্তু এ রকম করা একেবারেই ঠিক নয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৩২
Share: Save:
০১ ১০
ফুসফুসের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হল শ্বাসকষ্ট৷ কিন্তু হাঁপানি এবং শ্বাসকষ্টের মধ্যে পার্থক্য আছে৷ খুব বেশি দিন ধরে শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিন।

ফুসফুসের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হল শ্বাসকষ্ট৷ কিন্তু হাঁপানি এবং শ্বাসকষ্টের মধ্যে পার্থক্য আছে৷ খুব বেশি দিন ধরে শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিন।

০২ ১০
লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারের ক্ষেত্রে রক্তে শ্বেত রক্ত কণিকার পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়। ফলে জ্বর, সর্দি লেগেই থাকে৷ মাঝেমধ্যেই জ্বর, সর্দি চললে অবজ্ঞা না করে চিকিৎসকের কাছে যান।

লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারের ক্ষেত্রে রক্তে শ্বেত রক্ত কণিকার পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়। ফলে জ্বর, সর্দি লেগেই থাকে৷ মাঝেমধ্যেই জ্বর, সর্দি চললে অবজ্ঞা না করে চিকিৎসকের কাছে যান।

০৩ ১০
খাবার গিলতে অসুবিধা হয়? এটা কিন্তু ফুসফুসে ক্যান্সারের প্রথম ধাপ হতে পারে৷ অবহেলা না করে ডাক্তার দেখান।

খাবার গিলতে অসুবিধা হয়? এটা কিন্তু ফুসফুসে ক্যান্সারের প্রথম ধাপ হতে পারে৷ অবহেলা না করে ডাক্তার দেখান।

০৪ ১০
শরীরের কোথাও আচমকা গ্ল্যান্ড ফুলে যাওয়া লিম্ফেটিক সিস্টেম পরিবর্তনের ইঙ্গিত দেয়৷ এটা ক্যান্সারের পূর্ব লক্ষণ হলেও হতে পারে৷

শরীরের কোথাও আচমকা গ্ল্যান্ড ফুলে যাওয়া লিম্ফেটিক সিস্টেম পরিবর্তনের ইঙ্গিত দেয়৷ এটা ক্যান্সারের পূর্ব লক্ষণ হলেও হতে পারে৷

০৫ ১০
পেটে ব্যথা লেগেই রয়েছে এমন হলে ভাববেন না যে ‘সিস্ট’ হয়েছে৷ এই ব্যথা কিন্তু যে কোনও ধরণের ক্যান্সারের লক্ষণ হতে পারে৷

পেটে ব্যথা লেগেই রয়েছে এমন হলে ভাববেন না যে ‘সিস্ট’ হয়েছে৷ এই ব্যথা কিন্তু যে কোনও ধরণের ক্যান্সারের লক্ষণ হতে পারে৷

০৬ ১০
রেক্টাম দিয়ে নিয়মিত রক্তপাত হলে সাবধান হোন। চিকিৎসকের পরামর্শ নিন। এটা কোলন ক্যান্সারের খুব সাধারণ লক্ষণ৷

রেক্টাম দিয়ে নিয়মিত রক্তপাত হলে সাবধান হোন। চিকিৎসকের পরামর্শ নিন। এটা কোলন ক্যান্সারের খুব সাধারণ লক্ষণ৷

০৭ ১০
ডায়েটিং বা শরীরচর্চা ছাড়াই অস্বাভাবিক হারে শরীরের ওজন কমে যাওয়াও কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে৷ কারণ এই রোগে খেতে ইচ্ছে করে না৷ ফলে ওজন কমতে থাকে৷

ডায়েটিং বা শরীরচর্চা ছাড়াই অস্বাভাবিক হারে শরীরের ওজন কমে যাওয়াও কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে৷ কারণ এই রোগে খেতে ইচ্ছে করে না৷ ফলে ওজন কমতে থাকে৷

০৮ ১০
কোনও আঘাত পাননি অথচ শরীরে কালশিটে দাগ দেখা গেলে সেটা লিউকোমিয়া হতে পারে৷ মুখে, ঘাড়ে বা বুকে লাল রঙের দাগ হওয়াটাও ভাল লক্ষণ নয়৷ দেরি না করে চিকিৎসকের কাছে যান।

কোনও আঘাত পাননি অথচ শরীরে কালশিটে দাগ দেখা গেলে সেটা লিউকোমিয়া হতে পারে৷ মুখে, ঘাড়ে বা বুকে লাল রঙের দাগ হওয়াটাও ভাল লক্ষণ নয়৷ দেরি না করে চিকিৎসকের কাছে যান।

০৯ ১০
হঠাৎ করে খিদে কমে যাওয়াটাও কিন্তু মোটেই ভাল কথা নয়। অনেক সময় এই সমস্যাই বিরাট বড় কোনও রোগের আভাস দিতে পারে।

হঠাৎ করে খিদে কমে যাওয়াটাও কিন্তু মোটেই ভাল কথা নয়। অনেক সময় এই সমস্যাই বিরাট বড় কোনও রোগের আভাস দিতে পারে।

১০ ১০
কাশি ও ব্রঙ্কাইটিস- এ দুটো দীর্ঘ দিন না সারলে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান। এ দু’টোই ফুসফুসের ক্যান্সার ও লিউকোমিয়ার লক্ষণ হতে পারে৷ সাধারণ ব্রঙ্কাইটিস হলেও তো প্রচণ্ড কাশি ও বুকে ব্যথা হয়৷ ব্রঙ্কাইটিসের কাশি চিকিৎসার পরও ফিরে এলে, বা পুরোপুরি না সারলে, আর একটু দেখি বলে অবহেলা করবেন না৷

কাশি ও ব্রঙ্কাইটিস- এ দুটো দীর্ঘ দিন না সারলে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান। এ দু’টোই ফুসফুসের ক্যান্সার ও লিউকোমিয়ার লক্ষণ হতে পারে৷ সাধারণ ব্রঙ্কাইটিস হলেও তো প্রচণ্ড কাশি ও বুকে ব্যথা হয়৷ ব্রঙ্কাইটিসের কাশি চিকিৎসার পরও ফিরে এলে, বা পুরোপুরি না সারলে, আর একটু দেখি বলে অবহেলা করবেন না৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy