প্রথমে লাগাতার বালি ফেলে কৃত্রিম দ্বীপ নির্মাণ। তার পর সুযোগ বুঝে সেখানে সামরিক ঘাঁটি তৈরি। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কায়দায় ‘সমুদ্রচুরি’তে হাত পাকাচ্ছে গণপ্রজাতন্ত্রী চিন (পিপল্স রিপাবলিক অফ চায়না)! প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, প্রাথমিক ভাবে দক্ষিণ চিন সাগরকে পাখির চোখ করেছে বেজিং। সেখানে ষোলো আনা সাফল্য এলে ড্রাগনের নিশানায় যে পীতসাগর (ইয়েলো সি) চলে আসবে, তা বলাই বাহুল্য। ফলে উদ্বেগ বাড়ছে সাবেক ফরমোজ়া তথা তাইওয়ান (রিপাবলিক অফ চায়না) ও জাপানের।
পশ্চিমি গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক দশক আগে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় কৃত্রিম দ্বীপ তৈরির কাজ শুরু করে চিন। সরকারি ভাবে সেই প্রকল্প শেষ করার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তাতে লাগাম টানেনি বেজিং। সম্প্রতি একাধিক উপগ্রহচিত্র বিশ্লেষণ করে ড্রাগনের ওই কুকীর্তি ফাঁস করে ‘এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ’ (এএমটিআই) নামের গবেষণা সংস্থা। তাদের দাবি, স্ট্র্যাটলি ও প্যারাসেলস দ্বীপপুঞ্জের আশপাশে গজিয়ে উঠেছে একাধিক কৃত্রিম দ্বীপ, যেগুলি তৈরিতে আছে মান্দারিন নৌবাহিনীর হাতযশ।