Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

০৬ জুলাই ২০২২ ই-পেপার

URL Copied

লাইফস্টাইল

এসকো পরিবার মানেই সুরক্ষিত ও সুখী পরিবার

বিজ্ঞপন প্রতিবেদন
০৩ মে ২০২১ ১৪:২৬
যে কোনও শিশুর গায়ে শাওয়ারের জলের ছোঁয়া তাকে অত্যন্ত আনন্দিত করে তোলে। আর সেই জল যদি উষ্ণ গরম হয়, তা হলে তো কথাই নেই!

শুধু মাত্র শিশুরাই নয়, পরিবার সকল সদস্যের মনও সর্বদা প্রফুল্ল থাকে কারণ তাঁরা সকলেই ব্যবহার করেন এসকো-র সর্বোচ্চ মানের প্রোডাক্ট। পরিবারদের সদস্যদের মধ্যে ভালবাসার বন্ধনও অটুট হয় তখনই, যখন প্রত্যেক সদস্যই সুন্দর মুহূর্তগুলিকে একে অপরের সঙ্গে ভাগ করে নেন।
এসকো-র প্রতিটি প্রোডাক্ট তৈরি করার সময়ে একাধিকবার পরীক্ষা করা হয় তার গুণমান নিশ্চিত করার জন্য। গ্রহণ করা হয় যথাযথ সুরক্ষাও। সে বাথরুমের টেবিল র‌্যাক হোক বা হ্যান্ড শাওয়ার কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস।

পরিবারের সুরক্ষা এবং তাদের আনন্দই আমাদের কাছে সবার আগে। আর সেই কারণেই এসকো-র প্রতিটি প্রোডাক্ট গুণগত মানের দিক থেকে সেরা এবং সঙ্গে দামও কম। ফলে প্রতিটি পরিবারও থাকে সন্তুষ্ট।
শুধুমাত্র সুরক্ষাই নয়, ডিজাইনের দিক থেকেও সেরা এসকো। এই আধুনিক ডিজাইনের কারণেই একটি সুখী পরিবার এসকো-কে বেছে নেয়।

সুরক্ষিত এসকো-র প্রোডাক্টের সঙ্গে প্রত্যেক পরিবারই থাকে সর্বদা আনন্দে।