উইকএন্ডের অবসর মানেই বন্ধুবান্ধবদের সঙ্গে বসে দেদার মদ্যপান— এমনটা মনে করবেন না যেন।<br> অতিরিক্ত মদ্যপানের হ্যাংওভার থাকতে পারে সপ্তাহের শুরুতেও। ফলে তাতে আপনার<br> অফিসের কাজে প্রভাব পড়তে পারে। উইকএন্ডে সোডা মেশানো ককটেল এড়িয়ে চলুন।<br> ক্যালোরি বেশি থাকায় এ ধরনের ড্রিংকসে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি।