অন্দরের সাজ থেকে দেওয়ালের রং— ছোট ঘর বড় দেখানোর নানা উপায় লুকিয়ে আছে এমন কয়েকটি বিষয়ে। ছবি: সংগৃহীত।
নীড় ছোট হলেও তা বড় দেখানোর নানা কৌশল রয়েছে। অন্দরের সাজ থেকে দেওয়ালের রং— ছোট ঘর বড় দেখানোর নানা উপায় লুকিয়ে আছে এমন কয়েকটি বিষয়ে। এই তালিকায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিছানার চাদর। বিছানার চাদরের রঙের উপরও নির্ভর করছে আপাতদৃষ্টিতে ছোট ঘর ঠিক কতটা বড় দেখাবে।
বসার ঘর, হেঁশেল, স্নানঘর ছোট হলেও তা মানিয়ে নেওয়া যায়। কিন্তু অনেকেই চান শোয়ার ঘরটি হবে বড়সড়। ঘর বড় হওয়ার বেশ কিছু সুবিধাও তো আছে। বিভিন্ন জিনিস দিয়ে ঘর সাজানো যাবে। হাত-পা ছড়িয়েও থাকা যায়। হাঁটতে-চলতে গেলে আসবাবের সঙ্গে ধাক্কাও খেতে হয় না। তা ছাড়া, শোয়ার ঘর বড় হলে দেখতেও বেশ ভাল লাগে। কিন্তু সব সময় তা হয় না। তবে তা নিয়ে চিন্তা করার কোনও দরকার নেই। ঘর যদি ছোটও হয়, তা বড় দেখানোর কৌশলগুলি জানা থাকলেই কেল্লাফতে। এই যেমন বিছানার চাদরের রং কিন্তু ঘর বড় দেখাতে পারে। তেমনটাই জানাচ্ছেন অন্দরসজ্জা শিল্পীরা।
তাঁদের মতে, একটা বিছানার চাদর ঘরের ভোলবদলে দিতে পারে। অন্দরসজ্জায় তাই বিছানার চাদরের রং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন রঙের চাদর শোয়ার ঘরের বিছানায় পাতলে ঘর বড় দেখাবে, তা জানেন কি? শোয়ার ঘর বড় দেখানোর জন্য বিছানায় পাততে হবে হালকা রঙের চাদর। সাদা কিংবা ধূসর হলে সবচেয়ে ভাল হয়। বিছানার চাদরের রং হালকা হলে দেওয়ালগুলিকে আরও দূরে দেখায়। ছাদ আরও অনেক উঁচুতে দেখায়। ফলে ঘর আদতে বড় না হলেও অতিথির চোখে তা বিশাল লাগে। গাঢ় কোনও রঙের চাদর পাতলে বরং বড় ঘরও ছোট দেখতে লাগে। নীল, লাল, হলুদের মতো গাঢ় রং আলো বেশি শোষণ করে। ফলে বড় ঘরও কেমন ঘিঞ্জি মনে হয়। হালকা ধূসর রঙের চাদরে আলো প্রতিফলিত হয়। সারা ঘরে ছড়িয়ে পড়ে। তাতে ঘর বড় দেখায়। নোংরা হয়ে যাওয়ার ভয় কাটিয়ে সেই জন্য শোয়ার ঘরে সব সময়ে হালকা রঙের চাদর পাতাই শ্রেয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy