How many Indians are interested in using condoms, says ‘Condomlogy’ study dgtl
URL Copied
লাইফস্টাইল
Condom: কন্ডোম ব্যবহার নিয়ে ভারতে প্রথম ‘কন্ডোমোলজি’ সমীক্ষা, উঠে এল চমকে দেওয়া তথ্য
নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৪ জুন ২০২১ ০৯:৫৬
Advertisement
১ / ১২
কন্ডোমের বাজারের সবচেয়ে বড় অংশীদার এবং তাদের সহযোগী কম্পোনিগুলি মিলিত ভাবে ‘কন্ডোম অ্যালায়েন্স’ নামে একটি দল তৈরি করেছে। কন্ডোমের ব্যবহার নিয়ে তাদের সমীক্ষার নাম ‘কন্ডোমোলজি’। ভারতে এই সমীক্ষা প্রথম বার।
২ / ১২
‘কনজিউমার, কন্ডোম অ্যান্ড সাইকোলজি’— এই তিনটি শব্দ থেকেই তৈরি হয়েছে ‘কন্ডোমোলজি’। শুধু পরিসংখ্যান নয়, কন্ডোম নিয়ে সামাজিক এবং ব্যক্তিগত মনস্তত্ব কী ভাবে কাজ করে, তাও উঠে এসেছে এই সমীক্ষায়।
Advertisement
Advertisement
৩ / ১২
জনসংখ্যা নিয়ন্ত্রণে, অবাঞ্ছিত গর্ভধারণ এড়াতে, সুস্থ যৌনস্বাস্থ্য বজায় রাখতে কন্ডোম ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথা বলা হয়েছে রিপোর্টে।
৪ / ১২
২০১৪-১৫ সালে দেওয়া ‘ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে ৪’ (এনএফএইচএস ৪)-এর তথ্যের ভিত্তিতে সমীক্ষাটি চালিয়েছে ‘কন্ডোম অ্যালায়েন্স’।
Advertisement
৫ / ১২
সমীক্ষার রিপোর্ট বলছে, ২০ থেকে ২৪ বছরের পুরুষদের মধ্যে যাঁরা যৌন সম্পর্কে লিপ্ত হন, তাঁদের ৮০ শতাংশই শেষ বার শারীরিক সম্পর্কের সময়ে কন্ডোম ব্যবহার করেননি।
৬ / ১২
ভারতে কন্ডোম ব্যবহারের হার মাত্র ৫.৬ শতাংশ। সামাজিক ভাবধারা এবং নীতিপুলিশির জন্য কন্ডোম ব্যবহারের হার এত কম।
৭ / ১২
বিয়ের আগে সহবাসের সময় মাত্র ২৭ শতাংশ পুরুষ এবং ৭ শতাংশ মহিলা কন্ডোম ব্যবহার করেছেন।
৮ / ১২
দেশের ৮৭% পুরুষ এবং ৯৭% মহিলা কন্ডোম ব্যবহারে আগ্রহী নন, বলছে ‘কন্ডোমোলজি’ সমীক্ষা।
৯ / ১২
রিপোর্ট দাবি করা হয়েছে সরকারি ভাবে যৌনস্বাস্থ্য এবং কন্ডোম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচার চালানোর পরেও গত কয়েক বছরে কন্ডোম বিক্রির হার বেড়েছে মাত্র ২ শতাংশ।
১০ / ১২
এডস সংক্রমণে ভারত পৃথিবীর মধ্যে তৃতীয় স্থানে। বিপুল পরিমাণে এইচআইভি সংক্রমণের জন্যও দায়ী করা হয়েছে কন্ডোম ব্যবহারে অনীহাকেই।
১১ / ১২
রিপোর্টে দাবি করা হয়েছে, যৌনতার প্রশ্নে পশ্চিমের দেশগুলির যুবক-যুবতীদের সঙ্গে ভারতের যুবক-যুবতীদের বিস্তর সাংস্কৃতিক এবং সামাজিক ফারাক রয়েছে। এ দেশে সচেনতার অভাবের কথাও বলা হয়েছে রিপোর্টে।
১২ / ১২
বলা হয়েছে, কন্ডোম কখন ব্যবহার করা উচিত, কী ভাবে ব্যবহার করা উচিত এবং সঙ্কোচমুক্ত হয়ে কেনার বিষয়ে এখনও স্পষ্ট ধারণা নেই এ দেশে।