Advertisement
০৭ ডিসেম্বর ২০২৩

গরমে সাজের রক্ষাকবচ

এই সময়ে মেকআপ ও হেয়ারস্টাইল নিখুঁত রাখার টিপ‌্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১১:৩৪
Share: Save:

রোদ, আর্দ্রতা, ধুলোবালি... সব মিলিয়েই সাজের দফারফা। তাপমাত্রার পারদ যেমন বাড়তে থাকে, একই সঙ্গে নষ্ট হতে থাকে মেকআপ, হেয়ারস্টাইল ও লুক। তাই গ্ল্যাম কোশেন্ট বজায় রাখবেন কী ভাবে, সেটা জানা যাক।

গরমে ঘামে প্রথমেই নষ্ট হয় চুল। বিশেষত, খোলা চুলে বেরোলে। তবে এর সমাধানও আছে বইকি! খোলা চুল ফেলে রাখতে চাইলে আগে ভাল করে পাউডার লাগিয়ে নিন পিঠে। ঘুরিয়ে-ফিরিয়ে নানা হেয়ারস্টাইল পরখ করে দেখতে পারেন এই মরসুমে। মেসি বান বা রাউন্ড বান করতে পারেন। সামনে ফ্রিঞ্জও থাকতে পারে। ফ্রিঞ্জের নীচে অবশ্যই অল্প পাউডার দিয়ে রাখবেন। সামনের চুল টুইস্ট করুন। এতে চুলের কায়দা নষ্ট করতে পারবে না ঘাম। খুব ঘাম হলে মেকআপ করার আগে একটি কাপড়ে বরফ নিয়ে মুখে আস্তে আস্তে বুলিয়ে নিন। দশ মিনিট অপেক্ষা করে মেকআপ শুরু করুন। এতে ত্বক হাইড্রেটেড থাকবে। পুরো মেকআপের পরে সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন।

​আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মেকআপ বাছার সময়ে গরমের উপযোগী প্রডাক্ট বেছে নিন। ক্রিম বেস‌্‌ড মেকআপ প্রডাক্টের জায়গায় বেছে নিতে পারে জেল বেস্‌ড মেকআপ। এতে মেকআপ স্থায়ী হবে অনেকটা বেশি সময়। গরমে ওয়াটারপ্রুফ মেকআপও ব্যবহার করতে পারেন ত্বকে। গরমের সাজ একটু হালকা থাকাই ভাল। লিপস্টিকে বরং গাঢ় রং বাছুন। বাকি মুখের মেকআপ থাকুক হালকা। এতে সাজ অনেকক্ষণ স্থায়ী থাকবে। গরমে জামাও ঘামে ভিজে গায়ে বসে যায়। সে ক্ষেত্রে অ্যান্টি-পার্সপির‌্যান্ট পাউডার ব্যবহার করে দেখতে পারেন। বাড়ি থেকে বেরোনোর আগে একটি বড় সানগ্লাস পরে নিন। তা হলে মুখের অনেকটা অংশ ঢাকা পড়ে যাবে। আর আপনার সাজও রক্ষা পাবে। সবশেষে মনে রাখবেন, বাড়ি থেকে বেরোনোর সময়ে অবশ্যই জলের বোতল ও ছাতা সঙ্গে রাখা দরকারি। আর গরমে হাতে সময় নিয়ে বেরোন, যাতে ধীরেসুস্থে যাতায়াত করতে পারেন।

মডেল: নয়নিকা সরকার

ছবি: সন্দীপ দাস

পোশাক: সুমন নাথওয়ানি

মেকআপ, হেয়ার এবং স্টাইলিং: কৌশিক-রজত

লোকেশন: ভর্দে

ভিস্তা কনক্লেভ,

চকগড়িয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE