যখন খুশি সোনা। ছবি- পিটিআই
সোনা কিনতে এখন আর ছুটতে হবে না দোকানে। এত দিন এটিএমে গেলে টাকা, জল, খাবার এ সব তো মিলত সহজেই। এ বার যখন চাই তখনই এটিএমে গেলে মিলবে সোনা। হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই এটিএম চালু হয়েছে। সংস্থার দাবি, ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে দেশে তাঁরাই প্রথম ‘গোল্ড ভেন্ডিং মেশিন’-এর সুবিধা চালু করলেন। এর আগে দেশে কোথাও গোল্ড এটিএমের সুবিধা ছিল না।
এটিএম থেকে সোনা কেনা খুবই সহজ। টাকা তোলার মতোই কার্ড ঘষলে মিলবে সোনা। কিন্তু কী ধরনের সোনা মিলবে? সোনার এটিএমের বিষয়ে আর কী জানা জরুরি?
১) সারা দিনে যখন খুশি এটিএমে গেলেই সোনা কিনতে পারা যাবে।
২) নগদে বা ধার— দু’ভাবেই সোনা কেনা যাবে। ক্রেতাদের ক্রেডিট এবং ডেবিট কার্ড, দু’টিই দেওয়া হবে।
৩) তৎক্ষণাৎ সোনা কিনতে হলে এই এটিএম ব্যবহার করাও সহজ।
৪) বাজারে প্রতি দিন সোনার দর যে ভাবে ওঠানামা করে, সে ভাবেই দর ঠিক করা থাকবে।
৫) এটিএমে শুধু মাত্র বিভিন্ন মাপের এবং দামের সোনার কয়েন মিলবে। আর কোনও জিনিস থাকবে না।
We proudly announce that we have successfully launched Gold ATM and, through this achievement, we unleash the unstoppable journey to make Bharat Sone ki Chidiya phir se, and contribute to the mission of Bangaru Telangana.https://t.co/a2Q25copfW#goldatm #goldatmindia #goldatmhyd pic.twitter.com/Y4QOpuhoSD
— Goldsikka Limited (@goldsikkaltd) December 5, 2022
কী ভাবে ব্যবহার করবেন সোনার এটিএম?
অন্যান্য এটিএমের মতোই কাজ করবে বিশেষ এই এটিএম। টাকা তোলার মতোই ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করে, পিন দিয়ে যে পরিমাণ সোনার কয়েন প্রয়োজন, তা লিখলেই মেশিন থেকে বেরিয়ে আসবে সেই মূল্যের সোনা।