Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Life style news

হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব

হেয়ার স্টাইল শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না। একজনের চরিত্র বিশ্লেষণ করতেও সাহায্য করে। এক এক ধরনের হেয়ার স্টাইলের পুরুষরা এক এক রকমের হয়ে থাকেন। হেয়ার স্টাইল দিয়ে চিনে নিন একজন পুরুষকে

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ১০:৩৫
Share: Save:
০১ ০৬
হেয়ার স্টাইল শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না। একজনের চরিত্র বিশ্লেষণ করতেও সাহায্য করে। এক এক ধরনের হেয়ার স্টাইলের পুরুষরা এক এক রকমের হয়ে থাকেন। হেয়ার স্টাইল দিয়ে চিনে নিন একজন পুরুষকে

হেয়ার স্টাইল শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না। একজনের চরিত্র বিশ্লেষণ করতেও সাহায্য করে। এক এক ধরনের হেয়ার স্টাইলের পুরুষরা এক এক রকমের হয়ে থাকেন। হেয়ার স্টাইল দিয়ে চিনে নিন একজন পুরুষকে

০২ ০৬
ছোট চুল: এই ধরনের হেয়ার স্টাইলের পুরুষেরা নিজের সঙ্গীর প্রতি ভীষণ যত্নশীল হয়ে থাকেন। তাঁরা বুদ্ধিমান এবং খুব রসিক।

ছোট চুল: এই ধরনের হেয়ার স্টাইলের পুরুষেরা নিজের সঙ্গীর প্রতি ভীষণ যত্নশীল হয়ে থাকেন। তাঁরা বুদ্ধিমান এবং খুব রসিক।

০৩ ০৬
মাঝখানে সিঁথি কাটা অর্থাৎ কপালের দু’পাশে ছড়িয়ে রাখা চুল: এঁরা লক্ষ্যে পৌঁছতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন। সঙ্গীর সঙ্গে মানিয়ে চলতে পারেন এঁরা খুব বেশি।

মাঝখানে সিঁথি কাটা অর্থাৎ কপালের দু’পাশে ছড়িয়ে রাখা চুল: এঁরা লক্ষ্যে পৌঁছতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন। সঙ্গীর সঙ্গে মানিয়ে চলতে পারেন এঁরা খুব বেশি।

০৪ ০৬
স্পাইক হেয়ার স্টাইল: যাঁরা এই হেয়ার স্টাইল পছন্দ করেন, তাঁরা খুব স্বপ্ন দেখতে ভালবাসেন। এঁরা খুবই আড্ডা দিতে পছন্দ করেন এবং সব সময়ই আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকতে চান।

স্পাইক হেয়ার স্টাইল: যাঁরা এই হেয়ার স্টাইল পছন্দ করেন, তাঁরা খুব স্বপ্ন দেখতে ভালবাসেন। এঁরা খুবই আড্ডা দিতে পছন্দ করেন এবং সব সময়ই আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকতে চান।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE