এতোল বেতল উত্তুরে হাওয়া মাথা নাড়তে নাড়তে ভোরের সকালে উঁকিঝুঁকি মারছে। শীত বুড়োও মোটামুটি পিছু পিছু হাজির। বছর শেষের উত্সবের মরসুমে মন এখন খুশিয়াল। উপরি পাওনা, বিকেল হলেই ইতি উতি ভেসে আসা সানাইয়ের সুর। হ্যাঁ, এখনতো বিয়ের ভরা মধুমাস। সব মিলিয়ে সাজুগুজুর জমাটি সুযোগ। জোর কেনাকাটা। বচ্ছরান্তের পকেট কিঞ্চিত হালকা বুঝি? তা কবেই বা পকেটের স্বার্থে শখকে বিসর্জন দিয়েছে বঙ্গ জনতা? অতএব হোক কেনাকাটা।
এখনতো আর শুধু জামা-জুতোর মধ্যে ফ্যাশনটুকু আটকে নেই। তবে পোশাক আশাকের সঙ্গে মাননসই ব্যাগ না থাকলে সব সাজটুকুরই অকাল বিসর্জন। বিয়ে শাদির দিন হোক বা ক্রিস ইভের জমাটি পার্টি, কেতের সাজে চোনা ফেলার কী অর্থ? তাই এ বেলা আমাদের এক চক্কর ব্যাগ বাজারে।
এ বছরের ফ্যাশনেই `মিক্স-এন্ড-ম্যাচ` ভীষণ ভাবে ইন। তার সঙ্গেই প্যাস্টেল শেডসকে পিছনে ফেলে দিয়েছে উজ্জ্বল হাটকে রঙ। সাধারণ চামড়া বা ফোমের ব্যাগে সাবেকি এক রঙা সাদা, কালো, মেরুন, সোনালি, রুপোলি এবারে ব্যাক বেঞ্চার। তার বদলে ব্যাগ দুনিয়ায় সামনের সারিতে জায়গা করে নিয়েছে পার্পল, কুসুম হলুদ, টারকোইশ ব্লু, ম্যাজেন্টা, লালের মতো ব্যাগের ক্ষেত্রে তথাকথিত অফবিট রঙ। বাই কালারের ব্যাগও এবারের ফ্যাশনে ইন। সাদার সঙ্গে ব্লু-ব্ল্যাক কম্বিনেশনের ছোট হ্যান্ডেলের ব্যাগ, সঙ্গে ইন্দো- ওয়েস্টার্ন আউট ফিট। পার্টির সন্ধে জমে ক্ষীর।