সারা বছর নানা পার্বণ জুড়ে যত রকমের খাবার খাওয়া হোক না কেন, নববর্ষের মেজাজই আলাদা। কারণ, বছর ফুরোলে পুরনো সময়টা ভুলে নতুনের অঙ্গীকার আর তার সূচনার আদবকায়দা কখনও পুরনো হয় না। চারদিকে বাড়তে থাকা অসুস্থ সময়ে তাই এ বছরটাও যদি বাড়ির হেঁশেল থেকেই পাতে পড়ে লোভনীয় খানা, তা হলে মন্দ কী!
এই বছর পয়লা বৈশাখের খাওয়াদাওয়া শুরু করা যায় বাড়িতে তৈরি একটি পানীয়তে চুমুক দিয়েই। গরমকালে বাড়িতে ঢুকে হোক কিংবা অল্পক্ষণ কাজ করে, গলা ভেজানোর জন্য পানীয় চাই-ই চাই। কিন্তু তার জন্য ভরসা থাক মরসুমি ফল। আম তো আছেই, আবার হাল্কা কোনও ফলের পানীয় খেতে চাইলে তরমুজ জমবে জমাটি। গ্রীষ্মের সেই ফল দিয়ে বানিয়ে ফেলা যাক ‘তরমুজি ঠন্ডাই’।