আফগান শরণার্থী, না কি অমিতাভ বচ্চন? আদতে কে এই ব্যক্তি? সম্প্রতি একটি ভাইরাল ছবি দেখে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে নেটাগরিকদের মনে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র গ্রাহক স্টিভ ম্যাককারি পাকিস্তানে আশ্রয় নেওয়া এক আফগান শরণার্থীর ছবি তোলেন বেশ কিছু বছর আগে।
মাথায় পাগড়িবাঁধা ওই শরণার্থীর চোখে চশমা। সেই চশমায় আবার একটি কাচ নেই। ২০১৮ সালেও এই ছবি এক বার নেটমধ্যমে ভাইরাল হয়। স্টিভ ম্যাককারির তোলা ওই ছবির সঙ্গে অনেকেই অমিতাভ বচ্চনের মিল খুঁজে পাচ্ছেন। সেই ছবি দেখে নেটাগরিকদের বক্তব্য, ইনি হুবহু অমিতাভ বচ্চনের মতো দেখতে। ‘ঠগ্স অব হিন্দোস্তান’-এ অমিতাভ বচ্চনের চরিত্রের যে লুক ছিল, তার সঙ্গে স্টিভের তোলা শরণার্থীর ছবির অনেক মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করছেন অনেকে।