Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Singapore Airlines

সন্তানসম্ভবা হলেও আর কর্মীদের বরখাস্ত করবে না সিঙ্গাপুর এয়ারলাইন্স, জারি নতুন নিয়ম

পুরনো নিয়মে কেবিন ক্রুরা সন্তানসম্ভবা হওয়ার কথা জানালেই বিনা বেতনে ছুটিতে পাঠিয়ে দেওয়া হত। সন্তানজন্মের সংশাপত্র জমা দেওয়ার পর দিনই নতুন মায়েদের চাকরি ছাড়তে বাধ্য করা হত।

সিঙ্গাপুর এয়ারলাইন্সে চালু নয়া নিয়ম।

সিঙ্গাপুর এয়ারলাইন্সে চালু নয়া নিয়ম। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৪:১৯
Share: Save:

সন্তানসম্ভবা হলেই হবু মায়েদের চাকরি ছাড়তে বাধ্য করা হত এই বিমান সংস্থায়। তা নিয়ে বিতর্ক কম হয়নি। এ বার পুরনো নিয়মের খোলনলচে বদলে সন্তানসম্ভবাদের ক্ষেত্রেও অভিন্ন নিয়ম চালু হয়ে গেল সিঙ্গাপুর এয়ারলাইন্সে। অর্থাৎ, সন্তানসম্ভবারাও চাকরিতে বহাল থাকবেন। গত ১৫ জুলাই থেকেই নতুন নিয়ম চালু হয়ে গিয়েছে।

পুরনো নিয়মে ওই বিমান সংস্থার কেবিন ক্রুরা সন্তানসম্ভবা হওয়ার কথা জানালেই বিনা বেতনে ছুটিতে পাঠিয়ে দেওয়া হত। তার পর সন্তানজন্মের সংশাপত্র জমা দেওয়ার পর দিনই নতুন মায়েদের চাকরি ছাড়তে বাধ্য করা হত। এমনই দাবি করেছিল আমেরিকার একটি সংবাদপত্রের প্রতিবেদন। বেশ কয়েক বছর ধরেই এই নিয়মের তুমুল সমালোচনা হয়েছে। কিন্তু নিয়ম বদলানোর প্রয়োজন মনে করেনি সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ। কিন্তু সম্প্রতি সংবাদপত্রের প্রতিবেদন আকারে এই খবর বেরোতেই বিবৃতি জারি করে পাল্টা জবাব দেয় সংশ্লিষ্ট বিমান সংস্থা। তারা জানায়, গত ১৫ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর হয়ে গিয়েছে।

নতুন নিয়মে, সন্তানসম্ভবা হলেই কেবিন ক্রুদের গ্রাউন্ডের কাজে ফিরিয়ে আনা হবে। তিন থেকে ন’মাস তাঁরা এই কাজ করতে পারবেন। তার পর সন্তানের জন্মের পর তাঁদের পুরনো কাজে ফিরিয়ে দেওয়া হবে। যদিও এ নিয়ে নতুন কোনও শর্ত রাখা হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

বিমান সংস্থাটির এমন নিয়মের কারণে তাদের দীর্ঘ দিন ধরে সমালোচনার শিকার হতে হয়েছে। যদিও সাম্প্রতিক বিবৃতিতে নতুন নিয়ম জারির কথা জানানো হয়েছে। বিবৃতিতে সংস্থা জানিয়েছে, সংস্থার দক্ষ কর্মীদের ধরে রাখতে বদ্ধপরিকর সিঙ্গাপুর এয়ারলাইন্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Singapore Airlines Pregnancy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE