হোয়াটসঅ্যাপ হোক বা ইনস্ট্রাগ্রাম— ইমোজি ছাড়া আমরা ভাবতেই পারি না। এমনকী, এর জনপ্রিয়তা এমনই যে, পছন্দের ইমোজির আকারের বালিশ বা বল কিনেও জমিয়ে রাখি আমরা। কিন্তু জানেন কি, ব্যবহৃত অধিকাংশ ইমোজির মানেই আপনি ‘ভুল’ জানেন! ১৭ জুলাই বিশ্ব ইমোজি দিবসে জেনে নিন নানা ইমোজির সঠিক মানে ও ব্যবহার। কোত্থেকে এল তারা! ছবি: শাটারস্টক।