সাফল্য ‘গিফ্ট র্যাপে’ মুড়ে হাতে আসে না। সাফল্য অর্জন করতে হয়। আর তার জন্য দরকার হয় পরিশ্রম। দরকার হয় হাল-না-ছাড়া, হার-না-মানা মনোভাব। দরকার হয় আরও অনেক কিছুর। কিন্তু এর পাশাপাশি প্রায় প্রতিটি সফল মানুষই দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস মেনে চলেন। গুণীজনেরা মনে করেন, সফলদের সাফল্যের পিছনে অনেকটা ভূমিকা পালন করে ওই অভ্যাসও। সেই অভ্যাসগুলি কী কী? জেনে নেওয়া যাক। কে বলতে পারে অভ্যাসের গুণে আপনিও সফল হয়ে গেলেন।
১। লক্ষ্য
সাফল্য পেতে গেলে আগে জানা দরকার কোন ক্ষেত্রে সাফল্য পেতে চান। তাই সফল মানুষজন আগে ঠিক করেন, তাঁরা কী চাইছেন। সামনে পরিচ্ছন্ন, স্পষ্ট এবং নির্দিষ্ট লক্ষ্য স্থির করলে তবেই না তাতে পৌঁছোনোর রাস্তাটাও স্পষ্ট হবে। যাঁরা সফল তাঁরা সব সময় এই অভ্যাস মেনে চলেন। শুধু তা-ই নয়, লক্ষ্য স্থির করার পাশপাশি সেই লক্ষ্যে পৌঁছোনোর প্রতিটা ধাপও ছোট ছোট পদক্ষেপে ভেঙে নেন। তাতে লক্ষ্যপূরণ সহজ হয়ে যায়।
২। সময়
সময় সবচেয়ে দামি। তাই যে কোনও সফল মানুষ সময়ের সঠিক ব্যবহার করতে শেখেন প্রথমে। তার জন্য মনঃসংযোগে ব্যাঘাতের মাত্রা কমিয়ে প্রতিটা মুহূর্তের উপযুক্ত ব্যবহার করার দিকে মন দেন তাঁরা।
৩। শিক্ষার্থী
কোনও পরিস্থিতিই খারাপ নয়— এমনটা মনে করেন সফল মানুষেরা। জীবনের সবচেয়ে খারাপ সময়কেও নতুন শিক্ষা হিসাবে দেখেন তাঁরা। জীবনকে তাঁরা এক বিশাল শিক্ষাক্ষেত্র হিসাবে দেখেন। আর নিজেদের মনে করেন তার শিক্ষার্থী।
৪। ইতিবাচক
কোনও কিছুতেই ভেঙে না পড়া। পাঁচটি শব্দে বিষয়টিকে সহজেই ব্যাখ্যা করা যায় বটে। কিন্তু ইতিবাচক মনোভাব রাখতে জানা ততটা সহজ নয়। ইতিবাচক থাকতে হলে প্রতি মুহূর্তে নিজেকে অনুপ্রাণিত করা জরুরি। কঠিনতম পরিস্থিতির মুখোমুখি হয়েও হাল না ছাড়তে হলে বার বার নিজেকেই উৎসাহ দিতে জানতে হবে। এর জন্য অন্যের উপর নির্ভরশীল হওয়া চলবে না।
৫। যোগাযোগ
মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে জানেন এঁরা। কথা বলেন। নিজেদের ভাবনার কথা বলেন। বাকিদের কথাও শোনেন। এ ভাবে যেমন জ্ঞান এবং ধারণা বাড়ে, তেমনই বাড়ে কার্যকরী সম্পর্কও। যা ভবিষ্যতে কার্যকরী হতে পারে।
৬। নিজেকে গুরুত্ব
নিজের প্রতিও যত্নবান হন সফল ব্যক্তিত্বরা। তাঁরা জানেন, ভাল কিছু করতে হলে ভাল থাকাটাও জরুরি। বিশ্বের অধিকাংশ সফল মানুষকেই দেখবেন, তাঁদের নিজেদের শরীরচর্চার জন্য সময় বার করতে। পাশাপাশি কী খাচ্ছেন, মানসিক চাপ কী ভাবে সামলাচ্ছেন, সেই সবও গুরুত্বপূর্ণ।
৭। অর্থনৈতিক পরিকল্পনা
বেহিসাবি খরচ নয়, পরিকল্পনা করে খরচ করাই সফল মানুষজনের অভ্যাস। তাঁরা নিয়মিত খরচের হিসাব করেন এবং অর্থ জমানোর জন্যও তাঁদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। যে কোনও সাফল্যের জন্য আর্থিক জোগান থাকাটাও জরুরি।