মনের যে কোনও ভাব, সংলাপ ভেসে ওঠে চোখে। তাই চোখের সাজ সব সময়েই গুরুত্ব পায়। নারীর কাজল কালো রূপের স্তুতি যুগ যুগ ধরে চলে আসছে। এখন অবশ্য শুধু কালো নয়, চোখের সাজেও রঙের ছোঁয়া লেগেছে। স্মোকি, গ্রাফিক ডিজ়াইন, ক্যাট আই, উইঙ্গড... তার পর স্টোন, সিকুইন বসানো নানা ধরনের আই মেকআপ জনপ্রিয় হয়েছে। রূপ বিশেষজ্ঞদের মতে ২০২৫-এ ট্রেন্ডে থাকবে সাইরেন আই মেকআপ।
তথ্য বলছে, নব্বইয়ের দশকে বিশ্বজুড়ে সাইরেন আই মেকআপ জনপ্রিয় হয়েছিল, যা এ বছর নতুন ভাবে ফিরে এসেছে। মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার বললেন, “বলিউডে হেলেন, শর্মিলা ঠাকুর প্রমুখ শিল্পীদের এমন চোখের মেকআপ করতে দেখা গিয়েছে। তখন হয়তো এই নামে মেকআপটি পরিচিত ছিল না। বিভিন্ন সময়ে এই চোখের সাজ ফিরে আসার কারণ, যে কোনও নারীই চান আমন্ড শেপের চোখ পেতে। এই মেকআপে চোখের ভিতরের কোণের কাজল একটু বাড়িয়ে মিলিয়ে দেওয়া হয় বলে চোখ আয়তাকার দেখতে লাগে। আবার চোখের সামনের কোণে ক্যাটস আইয়ের মতো কাজল টেনে মাঝের আংশটা ছেড়ে, চোখের বাইরের কোণ মিলিয়ে দেওয়া হয় বলে ছোট চোখও উজ্জ্বল ও মোহময়ী দেখতে লাগে।’’
এই মেকআপ কী ভাবে করবেন? মেকআপ শিল্পীদের মতে, এই সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে ভুরুদ্বয়ের উপরে। তাই আগে আইব্রো মেকআপ জরুরি। এখন ট্রেন্ড মোটা ভুরুর।
ড্রামাটিক। ছবি: অমিত দাস।
চোখে দিগ্ভ্রষ্ট...
চোখে প্রাইমার দিয়ে শুরু করুন মেকআপ। ছোট ব্লেন্ডিং ব্রাশে অল্প ম্যাট ব্রাউন আইশ্যাডো নিয়ে আলতো করে উপরের ল্যাশ লাইন বরাবর টানুন। চোখের মাঝখান থেকে শেষ পর্যন্ত ফোকাস করুন, এতে চোখের আকার লম্বাটে দেখাবে। প্রথম ধাপটি কেবল চোখের আকৃতি তৈরি করে। এ বার আগের বাদামি রেখা অনুসরণ করে কাজল টানুন ল্যাশ লাইনের মাঝখান থেকে চোখের শেষ প্রান্ত অবধি। পরের ধাপে উইঙ্গড আই তৈরি করতে পেনসিলটি দিয়ে বাইরের কোণ উপরের দিকে ও ভিতরের কোণটি নীচের দিকে টেনে দিন। ব্রাশ স্ট্রোক ও কাজল মিলিয়ে যে বিভ্রম তৈরি হয়, তার জন্য সব ধরনের চোখেই মোহময় হতে পারে এই সাজ। এটা বেসিক সাইরেন আই মেকআপ। নতুনত্ব আনতে নানা রং জুড়ে কখনও ড্রামাটিক, গ্লিটার বা শিমারি আইশ্যাডো মিলিয়ে দেওয়াও যায়।
শিমারি। ছবি: অমিত দাস।
নয়নে রঙের ছোঁয়া...
কাজল মানেই আর কালো নয়। তাই মেকআপ প্যালেট ভরে উঠুক নীল, সবুজ, গেরুয়া নানা রঙে। চোখের ভিতরের নীচের কোণ থেকে সবুজ আই পেনসিলের টান শুরু হয়ে উপরের অর্ধেক অংশে গিয়ে চোখের পাতার সঙ্গে মিশিয়ে দিন। বোল্ড মাস্কারা দিয়ে সাজিয়ে তুলুন চোখের পাতা। চুল বেঁধে নিট লুক বজায় রাখুন।
স্মোকি। ছবি: অমিত দাস।
নয়নে নীহারিকা...
স্মোকি সাইরেন আইজ় আপনার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে পারে। এতে একটি গাঢ় রঙের শ্যাডো বেস তৈরি করে তার উপরে চোখের কোণ থেকে পাখির ডানার মতো কাজল টানুন। এতে চোখ আরও বেশি গভীর ও আকর্ষক দেখায়। নাটকীয় ভাব আনতে চোখের কোণে আইলাইনার ও শ্যাডো স্মাজ করলেই স্মোকি ভাব চলে আসবে।
আঁখিকোণে রঙের খেলা...
সাইরেন মেকআপের অনেকটাইজুড়ে আছে ড্রামাটিক আই। প্রথা ভাঙতে চাইলে কালো ছাড়া নীল ও সবুজ কাজল পেনসিলের মিলমিশে ড্রামাটিক লুক বেছে নিতে পারেন। তার সঙ্গে চোখের ভিতরে ও বাইরে গাঢ় কাজলের সরু টান বদলে দেবে আপনার চোখের ভাষা। চোখে উজ্জ্বল রং থাকলে হালকা রঙের লিপস্টিক বাছুন। চোখ ও ঠোঁটের শেড যেন পোশাকের রঙের সঙ্গে ব্যালান্স করে।
কালারফুল সাইরেন আই। ছবি: অমিত দাস।
চোখের সাজে ঔজ্জ্বল্য...
সাইরেন মেকআপে বৈচিত্র আনতে ফ্রস্টি, শিমারি আই মেকআপও করা হয়। যে কোনও রঙের শিমার আইশ্যাডোর সঙ্গে এই রকম সাহসী ভঙ্গিমায় কাজল পরতে পারেন। তবে পোশাকের রঙের সঙ্গে সমতা রেখে রুপোলি শ্যাডো বেসের সঙ্গে হালকা কাজলের উষ্ণ মৌতাত, একই সঙ্গে বুদ্ধিদীপ্ত ও মোহময়ী করে তুলবে আপনাকে।
সাইরেন আই মেকআপের শর্তই হল, চোখ দু’টির আর্কষণ বাড়লেও অতিরিক্ত সাজ মনে হবে না। সাজবাক্স খোলার আগে মনে রাখুন এ কথা।
ছবি: অমিত দাস;
মডেল: নয়নিকা সরকার, মধুরিমা চক্রবর্তী;
মেকআপ: কুশল মণ্ডল;
পোশাক ও অ্যাকসেসরিজ়: ইমেজ অ্যান্ড স্টাইল, গড়িয়াহাট
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)