Advertisement
১০ মে ২০২৪

কমবয়সীদের মধ্যে বাড়ছে এডস্

প্রচারের ঢক্কানিনাদ সার। বিশ্ব এডস্ দিবস উপলক্ষে জেলা সদর তমলুক-সহ জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক পদযাত্রা, আলোচনাসভাও হয়েছে। কিন্তু জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের দাবি, পূর্ব মেদিনীপুর জেলায় এইচআইভি সংক্রামিতের সংখ্যা বাড়ছে। আরও উদ্বেগের বিষয়, অল্প বয়সীদের মধ্যে এই সংক্রমণের সংখ্যা নজরে পড়ার মতো।

এডস্ সচেতনতায় মিছিল তমলুকে। ছবি: পার্থপ্রতিম দাস

এডস্ সচেতনতায় মিছিল তমলুকে। ছবি: পার্থপ্রতিম দাস

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৪ ০২:০৬
Share: Save:

প্রচারের ঢক্কানিনাদ সার। বিশ্ব এডস্ দিবস উপলক্ষে জেলা সদর তমলুক-সহ জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক পদযাত্রা, আলোচনাসভাও হয়েছে। কিন্তু জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের দাবি, পূর্ব মেদিনীপুর জেলায় এইচআইভি সংক্রামিতের সংখ্যা বাড়ছে। আরও উদ্বেগের বিষয়, অল্প বয়সীদের মধ্যে এই সংক্রমণের সংখ্যা নজরে পড়ার মতো।

বিশ্ব এডস্ দিবস উপলক্ষে সোমবার পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু তমলুক শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তমলুক পুরসভা অফিসের সামনে আসে। পুরসভার মহেন্দ্র স্মৃতি সদনে এই রোগের সচেতনতা নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। আর ওই আলোচনা সভাতেই জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলীপ কুমার বিশ্বাস বলেন, “পূর্ব মেদিনীপুর জেলায় ২০১০ সাল থেকে পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে গত কয়েক বছরে জেলায় এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলায় এখন এইচআইভি সংক্রমিতের সংখ্যা প্রায় এক হাজারের কাছে।”

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এইচআইভি সংক্রামিতের সংখ্যা তমলুক পুরসভা ও তমলুক ব্লকেই প্রায় ১০০। এরপরেই রয়েছে পাঁশকুড়া, কোলাঘাট ব্লক। উদ্বেগের বিষয়, জেলায় বর্তমানে ১৪ বছরের কম বয়সের প্রায় ৬০ জন এইচআইভি সংক্রমিত আর অন্তত চারজন থ্যালাসেমিয়া শিশু আক্রান্ত রয়েছে। ফলে পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় এডস্ নিয়ে স্বাস্থ্য দফতরের কপালে ভাঁজ পড়েছে। এ দিন জেলা উপ-মুখ্যস্বাস্থ্য আধিকারিক জানান, জেলায় ১৪ বছরের কমবয়সী শিশু, বালক-বালিকা মিলিয়ে এখন এইচআইভি সংক্রামিতের সংখ্যা প্রায় ৬০ জন। এদের মধ্যে কয়েকজন থ্যালাসেমিয়া আক্রান্তও রয়েছে। উপ-মুখ্যস্বাস্থ্য আধিকারিকের অবশ্য দাবি, জেলায় এইচআইভি সংক্রমণ চিহ্নিতকরণের জন্য কয়েক বছর আগে পর্যন্ত জেলায় মোট আটটি সেন্টার ছিল। এখন জেলার বিভিন্ন হাসপাতাল ও ব্লক স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে বর্তমানে ১৬টি সেন্টার রয়েছে। এইসব সেন্টারে এসে এইচআইভি আছে কিনা পরীক্ষা করার প্রবণতা বৃদ্ধির ফলে এইচআইভি সংক্রামিতের সংখ্যা বাড়ার বিষয়টি নজরে এসেছে। সচেতনা বৃদ্ধির জন্য নানাভাবে প্রচার চালানো হচ্ছে।

ঝাড়গ্রাম রাজ কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে মিছিল অরণ্যশহরে। ছবিটি তুলেছেন দেবরাজ ঘোষ।

অন্য দিকে, বিশ্ব এডস দিবস উপলক্ষে কাঁথি শহর ও মহকুমার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরেরও। খেজুরিতেও খেজুরি কলেজের উদ্যোগে এ দিন এডস্ সচেতনতা দিবস উদযাপন করা হয়। আয়োজন করা হয়েছিল আলোচনাচক্রেরও। হাজির ছিলেন কলেজের অধ্যক্ষ অসীম কুমার মান্না, শ্যামু মাহালি ও সন্তোষ সিংহ প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE