জাপানি এনসেফ্যালাইটিসের মোকাবিলায় জেলা জুড়ে সচেতনতা অভিযান চালানোর সাথে টিকাকরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। জেলায় ১ বছর থেকে ১৫ বছর বয়সী সব শিশু-কিশোর-কিশোরীদের জাপানি এনসেফ্যালাইটিসের প্রতিরোধী টিকা দেওয়ার জন্য জেলার প্রতিটি স্কুল ও বাড়িতে যাওয়া হবে। বুধবার পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনিক অফিসে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই মণ্ডল জানান, জাপানি এনসেফ্যালাইটিস রোগে আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশের মৃত্যু ঘটে, এছাড়াও বিকলাঙ্গতা তৈরি হওয়ার সম্ভবনা থাকে। তাই এই রো গপ্রতিরোধ করার জন্য টিকাকরণ কর্মসূচিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মূলত শিশু থেকে ১৫ বছর বয়স পর্যন্ত কিশোর-কিশোরীদের জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেশী থাকে। তাই ওই বয়সীদের সবাইকে এই রোগের প্রতিষেধকমূলক টিকা দেওয়ার জন্য কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসের প্রথম থেকে শেষ সপ্তাহের মধ্যে জেলার প্রতিটি স্কুলে এই টিকাকরণ কর্মসূচি চলবে। এরপরও যেসব শিশু-কিশোর টিকার আওতা থেকে বাদ থেকে যাবে তাদের এই টিকা দেওয়ার জন্য জেলার প্রতিটি এলাকায় টিকাকরণ শিবির করা হবে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এদিন জানান, ১ থেকে ১৫ বছর শিশু-কিশোর-কিশোরীদের চিহ্নিত করে তালিকা তৈরির জন্য জেলার প্রতিটি এলাকায় থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও আশা স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও জাপানি এনসেফ্যালাইটিস রোগ ও তাঁর প্রতিরোধে টিকা নেওয়ার প্রয়োজনীয়তা সচেতনতা অভিযান চালানো হবে।