Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

অতিরিক্ত মেদ ডেকে আনতে পারে হাজারো শারীরিক সমস্যা। বহু ক্ষেত্রে ব্যায়াম বা খাওয়া নিয়ন্ত্রণ করেও মেদ কমানো যায় না। প্রয়োজন হয় অস্ত্রোপচারের, চিকিৎসা পরিভাষায় যার নাম ‘বেরিয়াট্রিক সার্জারি’।

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৪ ০২:৫০
Share: Save:

মেদ কমাতে

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

অতিরিক্ত মেদ ডেকে আনতে পারে হাজারো শারীরিক সমস্যা। বহু ক্ষেত্রে ব্যায়াম বা খাওয়া নিয়ন্ত্রণ করেও মেদ কমানো যায় না। প্রয়োজন হয় অস্ত্রোপচারের, চিকিৎসা পরিভাষায় যার নাম ‘বেরিয়াট্রিক সার্জারি’। এই অস্ত্রোপচারে টাইপ টু ডায়াবেটিসও কমানো সম্ভব বলে দাবি চিকিৎসকদের। এ নিয়ে শুক্রবার শহরে শুরু হল এক জাতীয় স্তরের সম্মেলন। চলবে আজ, শনিবার পর্যন্ত। বেলভিউ ক্লিনিকে এই সম্মেলনে যোগ দিতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্তের বেরিয়াট্রিক সার্জনরা। এ ধরনের অস্ত্রোপচারের খুঁটিনাটি নিয়ে মত বিনিময় করেন তাঁরা। আয়োজন করা হয়েছে ত্রি-মাত্রিক ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে বেরিয়াট্রিক অস্ত্রোপচার সম্পর্কে কর্মশালারও। বহু প্রতীক্ষার পরে কেন্দ্রের স্বাস্থ্য স্কিমের আওতায় এ বার বেরিয়াট্রিক সার্জারিকে আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সম্মেলনের উদ্যোক্তারা।

স্বাস্থ্য শিবির

পটাশপুর ২ ব্লকের প্রতাপদিঘিতে তারুচন্দ্র সমবায় উন্নয়ন সমিতির উদ্যোগে ক্যানসার নির্ণয় শিবির হল শুক্রবার। প্রায় ৩০ থেকে ৬০ বছর বয়সী প্রায় ৩০০ মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কাঁচা নর্দমা পাকা করার কাজ চলছে। কিন্তু
নর্দমার নোংরা জল আটকে রাখার ব্যবস্থা করা হয়নি। ফলে রাস্তার উপর দিয়েই বইছে
দূষিত জল। আর এই অস্বাস্থ্যকর পরিবেশেই রাস্তা দিয়ে যাতায়াত করছেন রোগী,
তাঁর পরিজন ও হাসপাতালের কর্মীরা। হুঁশ নেই কর্তৃপক্ষের। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE