Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Terrorism

কাশ্মীরে নিহত চার জঙ্গি

নিহত জঙ্গিদের মধ্যে মুজফ্‌ফর আহমেদ বাট, ওমর আমিন বাট ও সাজাদ আহমেদ বাট লস্কর ই তইবার সদস্য।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ০৩:৫৩
Share: Save:

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে আজ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল চার জঙ্গি।

পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনন্তনাগে ডিয়ালগামের ডার মহল্লা ওয়াটারিগামে অভিযান শুরু করে বাহিনী। তল্লাশির সময়ে জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ফলে সংঘর্ষ শুরু হয়। তাতে চার জঙ্গি নিহত হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে মুজফ্‌ফর আহমেদ বাট, ওমর আমিন বাট ও সাজাদ আহমেদ বাট লস্কর ই তইবার সদস্য। গুলজার আহমেদ বাট যোগ দিয়েছিল হিজবুল মুজাহিদিনে।

জঙ্গি সংগঠনগুলি কাশ্মীরি যুবকদের অনলাইনে বিস্ফোরক সামগ্রী কিনতে উৎসাহিত করছে বলে এ দিন ফের দাবি করে এনআইএ। সূত্রের দাবি, পুলওয়ামা হামলায় অভিযুক্ত ওয়াজ়ির জেরায় জানিয়েছে সে অনলাইনে অ্যালুমিনিয়াম পাউডার, পাহাড়ি এলাকায় চলাফেরার উপযোগী জ্যাকেট, মোবাইল ব্যাটারি ব্যাঙ্ক ও ট্রেকিংয়ের জুতো কিনেছিল। অ্যালুমিনিয়াম পাউডার খনির কাজে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। পুলওয়ামায় আদিল দারের ব্যবহৃত বিস্ফোরকেও ওই সামগ্রী ব্যবহার করা হয়েছিল। এনআইএ-র দাবি, জঙ্গিরা প্রথমে উপত্যকার যুবকদের একাংশকে দলে টানছে। পরে অনলাইনে সামগ্রী কিনতে উৎসাহিত করছে। যা পৌঁছে যাচ্ছে বিস্ফোরক তৈরি বা হামলা চালানোর দায়িত্বপ্রাপ্ত জঙ্গিদের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terrorism Terrorists Kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE