Advertisement
২৭ এপ্রিল ২০২৪

উত্তরপ্রদেশে মাটি ধসে মৃত বাংলার ৬ শ্রমিক

আচমকা মাটি ধসে সেই গর্তে চাপা পড়ে মারা যান তাঁরা। এঁরা উত্তর দিনাজপুরের ইটাহার এবং রায়গঞ্জে ব্লকের বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০৩:৫৩
Share: Save:

উত্তরপ্রদেশের বরেলীতে এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এ রাজ্যের ছয় শ্রমিকের। সূত্রের খবর, সোমবার বরেলীতে একটি বেসরকারি মোবাইল সংস্থার অপটিক্যাল কেব্‌ল বসানোর জন্য গর্ত খোঁড়ার কাজ করছিলেন তাঁরা। আচমকা মাটি ধসে সেই গর্তে চাপা পড়ে মারা যান তাঁরা। এঁরা উত্তর দিনাজপুরের ইটাহার এবং রায়গঞ্জে ব্লকের বাসিন্দা।

মাস তিনেক আগে উত্তরপ্রদেশে কাজে গিয়েছিলেন ইটাহারের বাড়িওল এলাকার মহম্মদ হাসান আলি (২৬), পাড়াহরিপুরের পাজলের কওসর আলি (২২) এবং নাজিম আলি (২৬), রায়গঞ্জের বাহিনের ট্যাগরা এলাকার নাজমুল হক (২৪), গৌরীর এলেঙ্গিয়া এলাকার নাজিমুদ্দিন ওরফে হাবু (২৮) এবং মহিরুল হক (২১)। অন্য কয়েক জন শ্রমিক ও স্থানীয় পুলিশের থেকে ওই রাতেই দুর্ঘটনার খবর পান মৃত শ্রমিকদের পরিজনেরা। খবর পেয়ে বরেলী জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম। মঙ্গলবার তিনি জানান, এ দিন দুপুরে মৃতদেহগুলি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরেলীতে কেব্‌ল বসাতে গর্ত খোঁড়া হয়েছিল। জনাদশেক শ্রমিক যন্ত্র দিয়ে মাটি কাটার সময়ে ২৫ ফুট গভীর গর্তে বিকল হয়ে পড়ে যন্ত্রটি। সেটি তুলতে ৬ শ্রমিক নীচে নেমেছিলেন। হঠাৎই মাটি ধসে তাঁরা চাপা পড়েন। তাঁদের বাঁচাতে গর্তে নামলে চাপা পড়েন আরও দু’জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছ’জনকে মৃত বলে জানানো হয়। গুরুতর জখম অবস্থায় দু’জন নার্সিংহোমে চিকিৎসাধীন। মৃতদেহগুলি নির্বিঘ্নে বাড়িতে ফেরানো এবং সংশ্লিষ্ট পরিবারের ক্ষতিপূরণের জন্য সাংসদ সেলিম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, শ্রম মন্ত্রকে যোগাযোগ করেছেন বলে খবর। জেলা শ্রম কমিশনার সোমনাথ রায় জানান, সামাজিক সুরক্ষা যোজনার মধ্যে ওই শ্রমিকদের নাম থাকলে সংশ্লিষ্ট পরিবার দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dead Workers ]
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE