Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

‘অনৈতিক’ সিভিসি নিয়োগ, মোদীকে চিঠি অধীরের

স্বার্থের সংঘাত নিয়ে ওঠা গুরুতর সংশয় নিরসনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে দাবি করেছেন অধীরবাবু।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৮
Share: Save:

মুখ্য ভিজিল্যান্স কমিশনার (সিভিসি) নিয়োগে স্বার্থের সংঘাত প্রকট হয়েছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের নেতা এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান অধীররঞ্জন চৌধুরী। রাষ্ট্রপতির সচিব সঞ্জয় কোঠারি যে ভাবে সিভিসি পদে মনোনীত হয়েছেন, তা ‘অনৈতিক এবং অন্যায়’ বলে অভিযোগ করে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন অধীরবাবু। চিঠিতে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী নেতাকে নিয়ে তৈরি কমিটির সুপারিশ অনুযায়ী সিভিসি নিয়োগ করেন রাষ্ট্রপতি। সিভিসি, সিআইসি, সিএজি, সিইসি-র মতো সাংবিধানিক পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় ফাইল সই করার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠান তাঁর সচিব। তার মানে এ ক্ষেত্রে কি রাষ্ট্রপতির সচিব নিজেই নিজেকে সিভিসি নিয়োগের জন্য ফাইল পাঠালেন? স্বার্থের এমন সংঘাত নিয়ে ওঠা গুরুতর সংশয় নিরসনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে দাবি করেছেন অধীরবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Ranjan Chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE