Advertisement
২৬ এপ্রিল ২০২৪

লালু, সুশীলকে নোটিস

এক যাত্রায় পৃথক ফল নয়। তাই একই দিনে বিহারের দুই শিবিরের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিস ধরালো নির্বাচন কমিশন। এক জনের নাম লালুপ্রসাদ তো অন্য জন হলেন সুশীলকুমার মোদী। ৬ তারিখের মধ্যে তাঁদের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশন।

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০৩:২৪
Share: Save:

এক যাত্রায় পৃথক ফল নয়। তাই একই দিনে বিহারের দুই শিবিরের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিস ধরালো নির্বাচন কমিশন। এক জনের নাম লালুপ্রসাদ তো অন্য জন হলেন সুশীলকুমার মোদী। ৬ তারিখের মধ্যে তাঁদের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশন। বৈশালীর রাঘোপুরের এক সভায় ছোট ছেলে তেজস্বীর হয়ে প্রচারে গিয়ে বিহারের জাতপাতের সমীকরণ নিয়ে কিছু মন্তব্য করেন আরজেডি প্রধান লালুপ্রসাদ। অভিযোগ জমা পড়ে কমিশনের কাছে। থানায় একটি এফআইআর কমিশনের তরফে করা হয়। এর পরেই ধরানো হল নোটিস। অন্য দিকে, একই দিনে লালুপ্রসাদের আজকের প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি নেতা সুশীল মোদী ভাবুয়ায় এক সভায় ভোট দিলে ল্যাপটপ, রঙিন টিভি এবং ধুতি-শাড়ির প্রতিশ্রুতি দেন ভোটারদের। সব কিছু খতিয়ে দেখে এফআইআর রুজু করে কমিশন। লালুর পাশাপাশি আজ তাঁকেও নোটিস ধরানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lalu susil modi ec
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE