Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Amitav Ghosh

এ বারের জ্ঞানপীঠ পুরস্কার পেলেন অমিতাভ ঘোষ

এ বছরের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন লেখক অমিতাভ ঘোষ। শুক্রবার নয়াদিল্লিতে ২০১৮ সালের জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসেবে অমিতাভ ঘোষের নাম ঘোষণা করা হয়েছে।

জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত অমিতাভ ঘোষ। ফাইল চিত্র।

জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত অমিতাভ ঘোষ। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ২০:৪৮
Share: Save:

এ বছরের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন লেখক অমিতাভ ঘোষ। শুক্রবার নয়াদিল্লিতে ২০১৮ সালের জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসেবে অমিতাভ ঘোষের নাম ঘোষণা করা হয়েছে। সাহিত্যে দেশের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ। সাহিত্য জগতে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন অমিতাভ ঘোষ।

জ্ঞানপীঠ পুরস্কারের নির্বাচন কমিটির প্রধান প্রতিভা রায় এ দিন এক বিবৃতিতে বলেছেন, ‘‘অমিতাভ ঘোষ একজন ছকভাঙা উপন্যাসিক।’’জ্ঞানপীঠ পুরস্কার কমিটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিজের উপন্যাসের মধ্য দিয়ে নতুন অভিমুখ তৈরি করেছেন তিনি। ইতিহাসকে বর্তমান সময়ের ঘটনার মধ্যে তুলে ধরে আরও প্রাসঙ্গিক করেছেন। তাঁর সাহিত্যে ইতিহাস ও সামাজিক নৃতত্ব গভীরভাবে প্রোথিত রয়েছে।’’

পুরস্কার পাওয়ার পরে অমিতাভ ঘোষ টুইট করে জানিয়েছেন, ‘ধন্যবাদ। আজ আমার কাছে একটা দারুণ দিন। আমি কোনওদিন ভাবিনি, যে লেখকদের আমি অনুসরণ করতাম, তাঁদের সঙ্গে এক তালিকায় আসতে পারব।’

আরও পড়ুন: ‘কৃষক দরিদ্র হলেই ঋণ পান? মকুব করে কী লাভ!’ বললেন রাজন

মূলত ইংরেজি ভাষাতেই সাহিত্য রচনা করেছেন অমিতাভ। ফিকশন ও নন-ফিকশন, সব ধরনের লেখাই লিখেছেন তিনি। ‘দ্য সার্কেল অফ রিজন’, ‘দ্য শ্যাডো লাইনস’, ‘দ্য ক্যালকাটা ক্রোমোজোম’, ‘সি অফ পপিস’, ‘দ্য হাংরি টাইডস’ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে অন্যতম। ২০০৭ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কারও পেয়েছিলেন তিনি।

২০১৬ সালে এই পুরস্কার পেয়েছিলেন কবি শঙ্খ ঘোষ। এর আগে আশাপূর্ণা দেবী এবং মহাশ্বেতা দেবীও জ্ঞানপীঠ পান। সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৯৬৫ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সাড়ে চার বছরে মোদীর বিদেশ সফরের খরচ ২০০০ কোটিরও বেশি! সংসদে তথ্য পেশ

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jnanpith Award 2018 Author Amitav Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE