Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ঘোড়া ছুটিয়ে পরীক্ষায় ছাত্রী, ‘হিরো’ বললেন আনন্দ মহীন্দ্রা

টগবগিয়ে ছুটছে ঘোড়া। আর তাতে সওয়ার ব্যাগ-পিঠে এক ছাত্রী। যুদ্ধ নয়, ক্লাস টেনের ফাইনাল পরীক্ষা দিতে চলেছে সে। কেরলের ত্রিশূর জেলা থেকে এমন একটি ভিডিয়ো ক্লিপই সপ্তাহের শুরুতে ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ সংস্থা
কেরল শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৩:২৮
Share: Save:

টগবগিয়ে ছুটছে ঘোড়া। আর তাতে সওয়ার ব্যাগ-পিঠে এক ছাত্রী। যুদ্ধ নয়, ক্লাস টেনের ফাইনাল পরীক্ষা দিতে চলেছে সে। কেরলের ত্রিশূর জেলা থেকে এমন একটি ভিডিয়ো ক্লিপই সপ্তাহের শুরুতে ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়।

কেউ বললেন, ‘বিস্ময়বালিকা’। তো কেউ বললেন, ‘সত্যিকারের হর্সপাওয়ার’। মহীন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহীন্দ্রাও সেই ভিডিয়ো শেয়ার করে জানালেন, তিনি অভিভূত। টুইটারে লিখলেন, ‘‘এটাও ইনক্রেডিবল ইন্ডিয়া। এই ভিডিয়ো প্রমাণ করছে যে, শিক্ষায় এগোচ্ছে দেশের মেয়েরা। এই ভিডিয়ো সারা বিশ্বে ভাইরাল হওয়া উচিত।’’ এর পরের টুইটে ওই ছাত্রীকে ‘হিরো’ বলে উল্লেখ করে মাহিন্দ্রা জানান, খোঁজ পেলে এই মেয়ে ও ঘোড়াটির ছবি তিনি নিজের কম্পিউটার ও ফোনে স্ক্রিনসেভার করে রাখতে চান।

সোশ্যাল মিডিয়ায় এক জনের দাবি, মেয়েটির নাম কৃষ্ণা। ঘোড়ায় চেপেই রোজ সাড়ে ৩ কিলোমিটার দূরের স্কুলে যায় সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anand Mahindra Horse riding Girl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE