Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিরোধী আক্রমণের পাল্টা, বিজেপি বুলস আই করল রবার্টকে

বিরোধীদের আক্রমণের জবাব যে প্রতি আক্রমণ দিয়েই দেওয়া হবে, তা বুধবারই জানিয়েছিল বিজেপি। আর এ বার তা কাজে করে দেখানোর প্রক্রিয়া শুরু করল বিজেপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ১৭:৫২
Share: Save:

বিরোধীদের আক্রমণের জবাব যে প্রতি আক্রমণ দিয়েই দেওয়া হবে, তা বুধবারই জানিয়েছিল বিজেপি। আর এ বার তা কাজে করে দেখানোর প্রক্রিয়া শুরু করল বিজেপি। বৃহস্পতিবার লোকসভায় রবার্ট বঢরার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনার আবেদন করেছে বিজেপি।

• বিতর্কের সূত্রপাত ফেসবুকে রবার্টের একটি মন্তব্যকে ঘিরে। সেখানে তিনি বলেন, “ফের সংসদের অধিবেশন শুরু হল। এবং শুরু হল বিভেদ তৈরির নোংরা রাজনীতি। ভারতীয়রা অত বোকা নন। এই ধরনের নেতাদের হাতে দেশের শাসনভার থাকায় খুব খারাপ লাগছে।”

• রবার্টের এই মন্তব্যের পরেই সোচ্চার হয় বিজেপি। এ দিন লোকসভায় বিজেপির মুখ্য সচেতক অর্জুনরাম মেঘওয়াল বলেন, “এই মন্তব্য করে লোকসভাকে অপমান করেছেন রবার্ট। তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করতে সংসদীয় কমিটিকে অনুরোধ করছি।”

• অর্জুনের এই মন্তব্যের প্রতিবাদে সরকারের সমালোচনা করতে থাকেন কংগ্রেস সাংসদরা। স্পিকারের কাছে তাঁরা জানতে চান, তাঁর নির্দেশ অমান্য করে রবার্টের বিরুদ্ধে কী ভাবে বিজেপি প্ল্যাকার্ড ব্যবহার করছে?

• কংগ্রেসকে স্পিকার আশ্বাস দেন, এই বিষয়ে অসাংবিধানিক কোনও সিদ্ধান্ত যেন না নেওয়া হয়, তা তিনি দেখবেন।

• বিজেপির সমালোচনা করেছেন খোদ রবার্ট। তাঁর বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এই ধরনের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে।”

• রবার্টের পাশাপাশি এ দিন বিজেপি নিশানা করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহকেও। তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE