Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Jammu-Kashmir

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর কনভয়ের কাছে বিস্ফোরণ, সিলিন্ডার বলেই সন্দেহ

এই ঘটনার পিছনে জঙ্গিদের হাত রয়েছে কিনা, তা এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি।

বিস্ফোরণে চূর্ণ হয়ে গিয়েছে গাড়িটি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

বিস্ফোরণে চূর্ণ হয়ে গিয়েছে গাড়িটি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১২:৪২
Share: Save:

কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর কনভয়ের কাছে বিস্ফোরণ। শনিবার সকালে বানিহালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে জওহর টানেলের কাছে একটি স্যান্ট্রো গাড়িতে বিস্ফোরণটি ঘটে। ঘটনার সময় ওই গাড়ি থেকে কয়েক হাত দূরেই ছিল নিরাপত্তা বাহিনীর একটি কনভয়। বিস্ফোরণে তাদের একটি গাড়ি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।

তবে এই ঘটনায় সন্ত্রাসের কোনও যোগ নেই বলেই সেনা সূত্রে প্রাথমিক ভাবে জানানো হয়েছে। বরং স্যান্ট্রো গাড়িতে রাখা রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেই বিপত্তি ঘটে বলে প্রাথমিক তদন্তের পর সিআরপি সূত্রে জানা গিয়েছে। গাড়ির মধ্য থেকে উদ্ধার হয়েছে ইউরিয়া এবং তেলের বোতলও। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তীব্র বিস্ফোরণের জেরে ওই স্যান্ট্রো গাড়িটি চূর্ণ হয়ে গিয়েছে। সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে।

সিআরপি-র তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘‘আজ সকাল সাড়ে ১০টা নাগাদ জম্মু-কাশ্মীরের বানিহালে সিআরপি কনভয়ের কাছএ একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গাড়িটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। সিআরপি-র একটি গাড়ির পিছনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে জওয়ানদের কেউ আহত হননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

আরও পড়ুন: #প্রধানমন্ত্রীহিসেবদাও: ভিডিয়ো ধারাবাহিক শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার চেষ্টায় তৃণমূল

আরও পড়ুন: এ-স্যাট মিসাইলে গোয়েন্দাগিরির জন্যই এসেছিল ‘কোবরা বল’! দাবি ওড়াল আমেরিকা​

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি এই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেই সিআরপি কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সিআরপি কনভয়ে ধাক্কা মেরেছিল এক আত্মঘাতী জঙ্গি। তাতে প্রাণ হারান ৪২ জন জওয়ান। এ দিন বিস্ফোরণের পর তাই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE