Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মারমুখী জনতা, পুলিশের ত্রাতা ৭ মুসলিম যুবক 

‘গুজরাত বন‌্‌ধ’-এর ডাকে সাড়া দিয়ে শাহ-ই-আলম এলাকায় পথে নেমেছেন অসংখ্য মানুষ।

আমদাবাদে আক্রান্ত পুলিশ অফিসার। ছবি: পিটিআই

আমদাবাদে আক্রান্ত পুলিশ অফিসার। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০২:৫৮
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে উত্তাল আমদাবাদে বিক্ষোভকারীদের হাত থেকে পুলিশকে রক্ষা করলেন সাত মুসলিম যুবক। বৃহস্পতিবার শহরের শাহ-ই-আলম এলাকার এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে

‘গুজরাত বন‌্‌ধ’-এর ডাকে সাড়া দিয়ে শাহ-ই-আলম এলাকায় পথে নেমেছেন অসংখ্য মানুষ। সেখানেই ৩০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় জনতার। প্রতিবাদকারীরা পুলিশের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর করতে থাকে। এলোপাথারি ইট-বৃষ্টি হতে থাকে পুলিশকে নিশানা করে। কোণঠাসা হয়ে পড়েন চার পুলিশকর্মী। ইটের ঘা থেকে বাঁচতে একটি দোকানের আড়ালে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। সেখানেও ধেয়ে আসে ইট।

এক সময়ে দেখা গিয়েছে, একটি প্লাস্টিকের চেয়ার মুখের সামনে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন দুই পুলিশকর্মী। এই সময়েই ভিড়ের মধ্যে থেকে দু’হাত তুলে ছুটে আসতে দেখা যায় এক মুসলিম যুবক। মারমুখী জনতার দিকে হাত নেড়ে তাদের থেমে যেতে অনুরোধ করেন তিনি। তাঁর সঙ্গে যোগ দেন আরও তিন জন। এক জন একটি বেঞ্চ তুলে ধরে আড়াল করার চেষ্টা করেন ওই পুলিশকর্মীদের। অন্য জন জাতীয় পতাকা নাড়তে থাকেন ভিড় শান্ত করার জন্য। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিক্ষোভকারীদের হাত থেকে শেষমেশ পুলিশকর্মীদের রক্ষা করেন ওই সাত যুবক। এমনকি জনতার হাত থেকে বাঁচিয়ে তাঁদের নিরাপদ জায়গায় পৌঁছে দেন তাঁরাই।

আজ আবার গুজরাতের বদোদরায় হাতিখানা এলাকায় একটি মসজিদের বাইরে পুলিশকে নিশানা করে পাথর ছোড়ে জনতা। এক পুলিশ কর্তা জখম হন। এই ঘটনায় তিন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। ঘটনার সূত্রপাত ভিডিয়ো করা নিয়ে স্থানীয় বাসিন্দাদের আপত্তির কারণে। পুলিশ জানিয়েছে, নাগরিকত্ব আইন নিয়ে বিভিন্ন রাজ্যে প্রতিবাদের জেরে স্পর্শকাতর হাতিখানা এলাকার পরিস্থিতিতে নজর রাখতে ভিডিয়ো করছিলেন পুলিশের সঙ্গে আসা ভিডিয়োগ্রাফার। সেই সময়ে মসজিদ থেকে নমাজ পড়ে বেরিয়ে এতে আপত্তি জানান কয়েক জন যুবক। তা থেকেই বেধে যায় গোলমাল। শুরু হয় পাথর ছোড়া। পুলিশের গাড়ি ভাঙচুর। বদোদরার পুলিশ কমিশনার জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ১০টি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। গ্রেফতার করা হয় তিন জনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ahmedabad CAA NRC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE