Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দেবেন্দ্র-তদন্ত চাপার চেষ্টা, তির রাহুলের

রাহুল গাঁধী।—ছবি এএফপি।

রাহুল গাঁধী।—ছবি এএফপি।

স‌ংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ০৩:১২
Share: Save:

জম্মু ও কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিংহের বিরুদ্ধে তদন্তের ভার এনআইএ-র হাতে তুলে দেওয়ায় নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। কংগ্রেস নেতা টুইট করেছেন, ‘‘সন্ত্রাসবাদী দেবেন্দ্র সিংহকে চুপ করানোর উপায় এই মামলা এনআইএ-র হাতে তুলে দেওয়া। এনআইএ-র মাথাতেও আছেন আর এক মোদী, ওয়াই সি মোদী। গোধরা পরবর্তী দাঙ্গা ও হরেন পাণ্ড্য খুনের তদন্তভার ছিল তাঁর উপরে।’’ তাঁর অধীনে এই মামলা ধামাচাপা পড়ে যাবে বলে অভিযোগ রাহুলের।

সম্প্রতি জঙ্গি-যোগের অভিযোগে গ্রেফতার করা হয় জম্মু ও কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিংহকে। অভিযোগ, হিজবুল মুজাহিদিনের তিন জঙ্গিকে আশ্রয় দিয়েছিলেন তিনি। গত সপ্তাহে তাদের নিয়ে গাড়িতে দিল্লি যাওয়ার সময়ে ধরা পড়েন দেবেন্দ্র। জঙ্গিদের থেকে ১২ লক্ষ টাকা নেওয়ার কথাও স্বীকার করেন। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান অজিত ডোভালের বিরুদ্ধে চুপ থাকার অভিযোগ তুলে গত কাল টুইটারে সরব হয়েছিলেন রাহুল। আজ রাহুল টুইট করেন, ‘‘ডিএসপি দেবেন্দ্র সিংহ নিজের বাড়িতে তিন জঙ্গিকে লুকিয়ে রেখেছিলেন। ছ’মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক আদালতে তাঁর বিচার হওয়া উচিত ও দোষী প্রমাণিত হলে রাষ্ট্রদ্রোহিতার দায়ে বিচার হওয়া প্রয়োজন। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ‘সন্ত্রাসবাদী হিসেবে বিচার হবে দেবেন্দ্রের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Davinder Singh Jammu and Kashmir Police NIA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE