Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Ajay Maken

দিল্লি কংগ্রেসে রদবদল, প্রদেশ সভাপতি পদে ফিরলেন শীলা দীক্ষিত

রাজনৈতিক মহলের দাবি, শীলা দীক্ষিতকে কংগ্রেস সভাপতি হিসেবে বসানোর পিছনে আসলে কাজ করছে লোকসভা নির্বাচনের জোট সমীকরণ। কারণ, মাকেন বরাবরই ঘোরতর কেজরীবাল বিরোধী হিসেবে পরিচিত।

দিল্লি কংগ্রেসের দায়িত্বে আনা হল শীলা দীক্ষিতকে। ফাইল চিত্র।

দিল্লি কংগ্রেসের দায়িত্বে আনা হল শীলা দীক্ষিতকে। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১৮:৫৭
Share: Save:

লোকসভা নির্বাচনের আগে দিল্লি কংগ্রেসে বদল আনল কংগ্রেস। গত বেশ কয়েক বছর ধরে দিল্লি কংগ্রেসের দায়িত্বে থাকা অজয় মাকেনের জায়গায় প্রদেশ সভাপতি পদে বসানো হল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা শীলা দীক্ষিতকে। লোকসভা নির্বাচনে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন অজয় মাকেন, এই কারণ দেখিয়ে গত সপ্তাহেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে।

সরকারি ভাবে শীলা দীক্ষিতের নাম ঘোষণা করার পরই বিদায়ী প্রদেশ সভাপতি অজয় মাকেন টুইট করেন অভিনন্দন জানিয়েছেন শীলা দীক্ষিতকে। নরেন্দ্র মোদী এবং অরবিন্দ কেজরীবালের সরকারের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী দল হিসেবে কংগ্রেসকে তুলে ধরতে পারবেন শীলা দীক্ষিত, টুইট করে সেই বার্তা দিয়েছেন মাকেন।

রাজনৈতিক মহলের দাবি, শীলা দীক্ষিতকে কংগ্রেস সভাপতি হিসেবে বসানোর পিছনে আসলে কাজ করছে লোকসভা নির্বাচনের জোট সমীকরণ। কারণ, মাকেন বরাবরই ঘোরতর কেজরীবাল বিরোধী হিসেবে পরিচিত। অথচ লোকসভা ভোটে কেজরীবালের আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোটের সম্ভাবনা বেশ প্রবল। সেই পথ মসৃণ করতেই মাকেনকে সরিয়ে ৮০ বছরের শীলা দীক্ষিতকে বসানো হল কংগ্রেস সভাপতি পদে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: নিজেদের তৈরি করা হিংসাতেই ভুগছেন কাশ্মীরিরা, মন্তব্য সেনাপ্রধান বিপিন রাওয়াতের

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ajay Maken Shiela Dikshit Delhi Congress Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE