Advertisement
১১ মে ২০২৪
Congress

২০১৯-এর লোকসভাতে একসঙ্গে লড়বে কংগ্রেস-জেডি(এস)

বিজেপি-কে রীতিমতো বেকায়দায় ফেলে এ বারের কর্নাটকে ক্ষমতায় এসেছে কংগ্রেস-জেডি(এস) জোট। শুক্রবার নতুন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী দাবি করেন, আগামী পাঁচ বছর কাঁধে কাঁধ মিলিয়েই চলবে সরকার ৷

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ২৩:৫৩
Share: Save:

২০১৯-এর লোকসভায় একসঙ্গে লড়বে কংগ্রেস-জেডি(এস)। শুক্রবার এই ঘোষণা করলেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। কংগ্রেস নেতার দাবি, কর্নাটকের নতুন মন্ত্রিসভার বণ্টনের পরই ভোট পরবর্তী জোটের বিষয়ে সম্মতির কথা জানায় কংগ্রেস এবং জেডি(এস)।

বিজেপি-কে রীতিমতো বেকায়দায় ফেলে এ বারের কর্নাটকে ক্ষমতায় এসেছে কংগ্রেস-জেডি(এস) জোট। শুক্রবার নতুন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী দাবি করেন, আগামী পাঁচ বছর কাঁধে কাঁধ মিলিয়েই চলবে সরকার ৷ অক্ষরে অক্ষরে জনতার রায় মেনে চলবে সরকার। পাশাপাশি, আগামী লোকসভাতে যে এই জোট বজায় থাকবে থাকবে, তা-ও স্পষ্ট করেন কংগ্রেস নেতা বেণুগোপাল।

অন্য দিকে, কর্নাটকের নতুন মন্ত্রিসভার যে বন্টন হয়েছে তাতে দেখা গিয়েছে— স্বরাষ্ট্র, সেচ, বেঙ্গালুরু উন্নয়ন পর্ষদ, স্বাস্থ্য, রাজস্ব, শহর বিকাশ, গ্রামীণ বিকাশ, কৃষি, চিকিৎসা, শিক্ষা, সামাজিক কল্যাণ, বন দফতর, শ্রম দফতর, শিশু ও মহিলা বিকাশ দফতর, খাদ্য ও নাগরিক স্বাচ্ছন্দ, আইন, সংসদ বিষয়, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া ও যুব কল্যাণ দফতর, পরিবহন-সহ একাধিক দফতর রয়েছে কংগ্রেসের হাতে। আর তথ্য, অর্থ, বিদ্যুৎ, পর্যটন, শিক্ষা, সংখ্যালঘু বিকাশ-সহ একাধিক দফতর পেয়েছে জেডি(এস)।

আরও পড়ুন: রাহুল-চালে উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress JDS 2019 Polls Karnataka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE