Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Coronavirus

ডিটেনশন সেন্টার থেকে মুক্তির আর্জি

সর্বোচ্চ আদালতের নির্দেশের প্রসঙ্গ তুলেই অসমের ডিটেনশন সেন্টার থেকে মানুষকে মুক্তি দেওয়ার দাবি তুলল বামেরা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ০২:০৮
Share: Save:

করোনা মোকাবিলার সময়ে জেল থেকে বন্দিদের শর্তাধীনে সাময়িক মুক্তি দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ, বাংলা-সহ নানা রাজ্যেই বহুসংখ্যক বন্দিকে প্যারোলে ছাড়া হয়েছে। সর্বোচ্চ আদালতের ওই নির্দেশের প্রসঙ্গ তুলেই অসমের ডিটেনশন সেন্টার থেকে মানুষকে মুক্তি দেওয়ার দাবি তুলল বামেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে এ রাজ্যের বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেছেন, যে যুত্তিতে বন্দিদের সাময়িক মুক্তি দেওয়া হচ্ছে, সেই যুক্তিতেই ডিটেনশন সেন্টারে আটক জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়া মানুষকেও মুক্তি দেওয়া উচিত। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে অসম ও বাংলার দুই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sujan Chakraborty CPM Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE