Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

বিহারে মৃত্যু করোনা আক্রান্তের

পটনা এমস ও বিহার সরকার সূত্রে জানানো হয়েছে, ওই যুবক সম্প্রতি কাতার থেকে কলকাতা হয়ে বিহারে ফিরেছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২০ ০১:৫৬
Share: Save:

বিহারে মৃত্যু হল করোনা আক্রান্ত ৩৮ বছর বয়সি এক যুবকের। তিনি কিডনির অসুখেও ভুগছিলেন বলে জানিয়েছে পটনার এমস। এই প্রথম বিহারে মৃত্যু হল কোনও করোনা আক্রান্তের। আক্রান্ত আর এক মহিলা চিকিৎসাধীন।

পটনা এমস ও বিহার সরকার সূত্রে জানানো হয়েছে, ওই যুবক সম্প্রতি কাতার থেকে কলকাতা হয়ে বিহারে ফিরেছিলেন। মুঙ্গেরে নিজের গ্রামেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন ওই যুবক। পটনার এমসে ভর্তি করার পরে তাঁর নমুনা পরীক্ষার জন্য পটনারই রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হয়। কিন্তু সেই পরীক্ষার রিপোর্ট আসে যুবকের মৃত্যুর পরে। রিপোর্ট অনুযায়ী, যুবকের দেহে কোভিড-১৯ ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগরওয়াল বলেন, ‘‘পটনায় করোনা আক্রান্তের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।’’

বিহারে করোনা প্রতিরোধের নোডাল অফিসার রাগিণী মিশ্র বলেন, ‘‘মুঙ্গের থেকেও নমুনা সংগ্রহ করা হচ্ছে।’’ বিহার সরকার সূত্রে খবর, মুঙ্গেরে যাঁরা ওই যুবকের সংস্পর্শে এসেছেন তাঁদের চিহ্নিত করতে মুঙ্গের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের অনেক বাসিন্দা পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিভিন্ন কাজে নিযুক্ত আছেন।

আরও পড়ুন: নেত্রীর নির্দেশে রাজ্যে ফিরলেন তৃণমূলের সব সাংসদ, অবিলম্বে সংসদ বন্ধের দাবি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Bihar Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE