Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্থায়ী বিডিও-র দাবি লালায়

পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতিবাদে লালা ব্লকের বিডিও-র দায়িত্ব নিতে পারলেন না হাইলাকান্দির সার্কেল অফিসার। বুধবার হাইলাকান্দির সার্কেল অফিসার সরফরাজ হকের লালা ব্লকের ভারপ্রাপ্ত বিডিও হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০৩:৩৮
Share: Save:

পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতিবাদে লালা ব্লকের বিডিও-র দায়িত্ব নিতে পারলেন না হাইলাকান্দির সার্কেল অফিসার। বুধবার হাইলাকান্দির সার্কেল অফিসার সরফরাজ হকের লালা ব্লকের ভারপ্রাপ্ত বিডিও হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল। খবর পেয়ে লালা ব্লকের পঞ্চায়েত প্রতিনিধিরা প্রতিবাদ জানাতে থাকেন। তাঁদের বক্তব্য, লালা ব্লকে স্থায়ী বিডিও নিয়োগ করতে হবে। হাইলাকান্দির সার্কেল অফিসারকে তাঁরা বিডিও হিসেবে মানতে রাজি নন।

ব্লকের এপি সদস্য আবুল হুসেন বলেন, ‘‘এই ব্লকে এক জন স্থায়ী বিডিও নিয়োগ করতে হবে।’’ তাঁর বক্তব্য, ভারপ্রাপ্ত হিসেবে কাউকে দায়িত্ব দিতে হলে লালার সার্কেল অফিসার বা বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন, তাঁকেই কাজ চালিয়ে যেতে দেওয়া হোক। পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতিবাদে সামিল হয় কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। সমিতির সদস্যরাও লালায় স্থায়ী বিডিও নিয়োগের দাবি তোলেন। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্কর, হাইলাকান্দির সার্কেল অফিসারকে লালা ব্লকের ভারপ্রাপ্ত বিডিও-র দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি জানান। খবর পেয়ে কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর সেখানে যান। তিনি এ নিয়ে জেলাশাসক মলয় বরা, অতিরিক্ত জেলাশাসক এফ আর লস্করের সঙ্গে কথা বলেন। আপাতত হাইলাকান্দির সার্কেল অফিসারকে ওই ব্লকের দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখা হয়।

পরে সরফরাজ হক বলেন, ‘‘আমি আগেও ওই ব্লকের ভারপ্রাপ্ত বিডিও ছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hailakandi BDO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE