Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Coin

১০ টাকার পর এ বার বাজারে আসবে ২০ টাকার কয়েন

অর্থাৎ ১০ টাকার কয়েনের আকার ও ২০ টাকার কয়েনের আকার হবে একই।

১০ টাকার পর বাজারে আসবে ২০ টাকার কয়েন। ছবি শাটারস্টকের সৌজন্যে।

১০ টাকার পর বাজারে আসবে ২০ টাকার কয়েন। ছবি শাটারস্টকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ১২:৪৭
Share: Save:

দ্বাদশভুজাকৃতি ২০ টাকার কয়েন বাজারে আনছে সরকার। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই কয়েন হবেন ২৭ মিলিমিটার চওড়া। অর্থাৎ ১০ টাকার কয়েনের আকার ও ২০ টাকার কয়েনের আকার হবে একই। তবে এই ‌কয়েন ১০ টাকার কয়েনের মতো পুরোপুরি গোলাকার হবে না। এটি হবে দ্বাদশভুজাকৃতি।

তবে ১০ টাকার কয়েনের মতো এই কয়েনও হবে ‘টু-টোনড’। কয়েনের ভিতরের ও বাইরের স্তরের মধ্যে পার্থক্য থাকবে। কয়েনের বাইরের অংশ তৈরিতে ব্যবহার করা হবে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা ও ২০ শতাংশ নিকেল। অন্যদিকে কয়েনের ভিতরের দিকে থাকবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ দস্তা ও ৫ শতাংশ নিকেল।

কী দিয়ে তৈরি হবে, আকার কী রকম হবে, এ সব তথ্য দিলেও ২০ টাকার কয়েন ঠিক কেমন দেখতে হবে তা নিয়ে অর্থমন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি। কবে থেকে এই কয়েন বাজারে ছাড়া হবে তাও বলেনি অরুণ জেটলির দফতর।

প্রসঙ্গত, ২০০৯-এর মার্চ মাসে ১০ টাকার কয়েন বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার পর নোটবন্দির সময় ১০ টাকার কয়েন জাল বলে বিভ্রান্তি ছড়ায় জনমানসে। সে সময় অনেকেই লেনদেনের জন্য ১০ টাকার কয়েন নিতে অস্বীকার করছিলেন। তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, বাজারে মোট ১৪ রকমের ১০ টাকার কয়েন রয়েছে। এ গুলির সবগুলিই বৈধ।

আরও পড়ুন: ‘অপরাধ’ কাশ্মীরি, যোগী রাজ্যে রক্তাক্ত দুই ফল বিক্রেতার ভিডিয়ো পোস্ট করলেন অভিযুক্তই!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

20 Rupee Coin 10 Rupee Coin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE