Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National News

অনলাইন নথিতে হ্যাকারের হানা, চরম বিড়ম্বনায় বিজেপি

ওই বাক্যটিকেই একটু অদলবদল করে দিয়েছে হ্যাকাররা। লেখা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী মোদী ধনীদের প্রয়োজনের কথা মাথায় রেখেছেন।’’

এই ভাবে কেন্দ্রীয় মন্ত্রীর টুইটার হ্যান্ডেল পড়েছে হ্যাকারদের খপ্পরে। ছবি টুইটারের সৌজন্যে।

এই ভাবে কেন্দ্রীয় মন্ত্রীর টুইটার হ্যান্ডেল পড়েছে হ্যাকারদের খপ্পরে। ছবি টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৫
Share: Save:

লোকসভা ভোটের মুখে এ বার হ্যাকারদের খপ্পরে পড়তে হল বিজেপিকে। কেন্দ্রের শাসক দলের আইটি সেলের গুগল ডক-এ অদলবদল ঘটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপদস্থ করেছে হ্যাকাররা। গুগল ডক-এ রদবদল ঘটিয়ে হ্যাকাররা দেখিয়েছে, কোনও কোনও কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। বোঝানোর চেষ্টা হয়েছে, মন্ত্রিসভায় কতটা মতবিরোধ রয়েছে। বয়ান অদলবদল করে দেখানো হয়েছে, অর্থ ও জাহাজ দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পন রাধাকৃষ্ণণ প্রধানমন্ত্রী মোদীর কাজকর্মের সমালোচনা করছেন।

দু’-একটি দৃষ্টান্ত দেওয়া যাক। বিজেপির আইটি সেলের গুগল ডক-এ লেখা ছিল, ‘‘প্রধানমন্ত্রী মোদী প্রান্তিক মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখেছেন।’’ ওই বাক্যটিকেই একটু অদলবদল করে দিয়েছে হ্যাকাররা। লেখা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী মোদী ধনীদের প্রয়োজনের কথা মাথায় রেখেছেন।’’

দলীয় মতাদর্শ আমজনতার মধ্যে ছড়িয়ে দেওয়া ও দলের নেতা, কর্মীদের বক্তব্যকে মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপির আইটি সেল গত কয়েক বছর ধরেই ব্যবহার করছে সোশ্যাল মিডিয়াকে। কিন্তু এই প্রথম বিজেপির সেই আইটি সেলকে অপদস্থ হতে হল হ্যাকারদের দৌলতে।

আরও পড়ুন- মনে রাখব আমরা, রাগ সামলাতে না পেরে সনিয়াকে বললেন মমতা​

আরও পড়ুন- যেখানে প্রিয়ঙ্কার ভয়, সেখানে গোয়েন্দা রয়!​

তথ্য খতিয়ে দেখে এমন একটি ওয়েবসাইট ‘অল্ট-নিউজ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা প্রতীক সিংহ বলেছেন, ‘‘হ্যাকাররা কোনও কোনও কেন্দ্রীয় মন্ত্রীরও টুইটার হ্যান্ডেল ব্যবহার করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Google Doc IT Cell Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE