Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সলমনের খোঁজে পুরস্কার!

ব্যাঙ্ক অফিসার নাসিম মনসুরি সলমনের ছবি দিয়ে ফেসবুকে আবেদন জানিয়েছেন, বছর দুয়েকের ছাগলটিকে খুঁজে দিলে পুরস্কার দেবেন।

সেই সলমন। নিজস্ব চিত্র

সেই সলমন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ০২:১৯
Share: Save:

কাকপথারের রাস্তায় সোমবার রাতে কান ঝুলিয়ে, শিং নেড়ে পায়চারি করছিল সে। তার পর আর বাড়ি ফেরেনি। ফিলোবাড়ি, টালাব, ধলা, দিরাক, নামনি দিবাং উপত্যকা, আপার দিবাং উপত্যকা— খোঁজ চলছে সর্বত্র। প্রায় ৪২ কেজি ওজন। সলমন-এর বাজারদর ২৫ হাজার টাকারও বেশি। অপহরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আশপাশে মাঝেমধ্যে চিতাবাঘ আসে। সেই ভয়ও রয়েছে।

ব্যাঙ্ক অফিসার নাসিম মনসুরি সলমনের ছবি দিয়ে ফেসবুকে আবেদন জানিয়েছেন, বছর দুয়েকের ছাগলটিকে খুঁজে দিলে পুরস্কার দেবেন। নাসিম লিখেছেন, শিশু বয়স থেকেই সলমন ওরফে সোনু তাঁদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। রোজ ভোরে ঘুম থেকে উঠে সে স্নান করে। তার পর দুধ, ফল, ছোলা আর স্কোয়াশ দিয়ে প্রাতরাশ সারে। পরিবারের বাইরের কোনও লোক তাকে ধরতে গেলেই গুঁতিয়ে দেয়। ছাগল হলেও কুকুরদের ভয় পায় না। নাসিম ও পরিবারের বাকিরা এখন নাওয়া-খাওয়া ভুলে, হাতে ছবি নিয়ে আশপাশের এলাকা চষে ফেলছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Guwahati Goat Missing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE