Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভোটের আগে খোঁচা জেটলির

উত্তরপ্রদেশে ষষ্ঠ দফা ভোটের প্রচারের শেষ দিনে জাতীয়তাবাদ নিয়ে সুর চড়ালেন অরুণ জেটলি। বারাণসীতে আজ বললেন, ‘‘জাতীয়তাবাদ একটি ভাল শব্দ। কিন্তু একমাত্র ভারতেই এই শব্দকে খারাপ চোখে দেখা হয়।’’

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০৩:২২
Share: Save:

উত্তরপ্রদেশে ষষ্ঠ দফা ভোটের প্রচারের শেষ দিনে জাতীয়তাবাদ নিয়ে সুর চড়ালেন অরুণ জেটলি। বারাণসীতে আজ বললেন, ‘‘জাতীয়তাবাদ একটি ভাল শব্দ। কিন্তু একমাত্র ভারতেই এই শব্দকে খারাপ চোখে দেখা হয়।’’ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আরও অভিযোগ, বিহারে বিধানসভা নির্বাচনের সময়ে বিরোধীদের উস্কানিতে জাতীয় সম্মান ফেরত দেওয়ার ঢল নেমেছিল। সেই ঠিক সে ভাবেই উত্তরপ্রদেশের নির্বাচন চলাকালীন রামজস কলেজ বিতর্কে হাওয়া দিচ্ছেন বিরোধীরা। আজ ‘দেশবিরোধী শক্তি’র বিরুদ্ধেদিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রামজস কলেজ পর্যন্ত মিছিল করে এবিভিপি ।

এবিভিপি-র বিরুদ্ধে রামজস কলেজে হামলার অভিযোগ ওঠা ইস্তক শুরু হয়েছিল বিতর্ক। তা থেকেও ভোটে ফায়দা নিতে তৎপর হয়েছিল বিজেপি। লক্ষ্য ছিল উত্তরপ্রদেশের ভোটে মেরুকরণ। কিন্তু শহিদ সেনা অফিসারের কন্যা গুরমেহর কৌর ওই বিতর্কে এবিভিপি-র বিরুদ্ধে সরব হওয়ায় অস্বস্তিতে পড়ে যায় দল। ভাবমূর্তি খারাপ হচ্ছে দেখে ঠিক হয়, গুরুমেহরের বিরুদ্ধে আক্রমণ না শানিয়ে বিতর্ক একটু থিতিয়ে যেতে দেওয়া হবে। সেই মতো জেটলি আজ সরব হন মূলত জাতীয়তাবাদ নিয়ে। বলেন, ‘‘জাতীয়তাবাদ বিতর্ক বিজেপি শুরু করেনি। কিন্তু যেখানে এ ধরনের বিতর্ক শুরু হবে, সেখানেই যোগ দেবে বিজেপি।’’

আরও পড়ুন: অসহিষ্ণুতা নিয়ে ফের সরব রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE