Advertisement
০৪ মে ২০২৪
Coronavirus

কাল জুটবে তো! কম বা এক বেলা খাচ্ছেন ৪৪%

স্বাস্থ্য মন্ত্রকের এক সমীক্ষাতেই এই চিত্র উঠে এসেছে। বিরোধীদের দাবি, এ বার অন্তত সরকার স্বীকার করুক যে, আচমকা লকডাউন ঘোষণা করে দেওয়ায় কী সঙ্কট তৈরি হয়েছে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০৪:৫১
Share: Save:

আজ তো পেটে দানাপানি পড়ল। কাল খাবার মিলবে তো! লকডাউনের ফলে এই আশঙ্কা তৈরি হয়েছে মানুষের মনে। সঙ্গে যোগ হয়েছে করোনাভাইরাস সংক্রমণের ভয়। তার জেরে অনেকেই কম খাওয়াদাওয়া করছেন। কেউ আবার এক বেলা খাওয়া বাদই দিচ্ছেন।

স্বাস্থ্য মন্ত্রকের এক সমীক্ষাতেই এই চিত্র উঠে এসেছে। বিরোধীদের দাবি, এ বার অন্তত সরকার স্বীকার করুক যে, আচমকা লকডাউন ঘোষণা করে দেওয়ায় কী সঙ্কট তৈরি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের সমীক্ষায় ৪৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা খাওয়া কমিয়েছেন বা এক বেলা খাচ্ছেন। তার কারণ, সংক্রমণের ভয়। ভবিষ্যতের অনিশ্চয়তা। কত দিন লকডাউন চলবে, তা নিয়ে স্পষ্টতার অভাব। বিশেষজ্ঞরা বলছেন, এর জেরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। অথচ নোভেল করোনাভাইরাসের মোকাবিলায় অন্যতম জরুরি হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।

সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, “সরকারি সমীক্ষাই বলছে, মাত্র ৩১ শতাংশ মানুষ নগদে বা অন্য ভাবে সরকারের থেকে সুরাহা মিলেছে বলে জানিয়েছেন। সরকারের যেটা করা উচিত, তা খুবই সহজ।

খাদ্য নিগমের গুদাম খুলে দেওয়া হোক। গরিবদের বিনামূল্যে খাবার দেওয়া হোক। কাজ হারানো মানুষকে তিন মাস ৭,৫০০ টাকা করে দেওয়া হোক। কিন্তু তার বদলে আমরা পেয়েছি প্রধানমন্ত্রীর নতুন বাড়ি-সহ ২০ হাজার কোটি টাকার রাজধানী দিল্লিকে ঢেলে সাজানোর প্রকল্প।”

করোনাভাইরাস সম্পর্কে মানুষ কতখানি অবহিত, তা-ও জানার চেষ্টা হয়েছিল ওই সমীক্ষায়। দেখা গিয়েছে, মাত্র ৩৫ শতাংশ মানুষ করোনা-সংক্রমণের লক্ষণ সম্পর্কে অবহিত। তার ফলে সাধারণ সর্দি, জ্বর থেকে তাঁদের পক্ষে এই সংক্রমণ আলাদা করা মুশকিল।

আরও পড়ুন: ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ সব হোটেল, রেস্তরাঁ?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE