Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Kerala CPM secretary's son Arrest

সম্পাদক-পুত্র ধৃত ইডি’র হাতে, বিড়ম্বনা সিপিএমে

কেরলে সম্প্রতি ধরা পড়া সোনা পাচারের ঘটনার সঙ্গে মাদক চক্র ও অনুপের যোগ আছে বলে তদন্তকারী সংস্থাগুলির দাবি।

গ্রেফতারির পর বিনীশ কোডিয়ারি (বাঁ দিকে)। ছবি পিটিআই।

গ্রেফতারির পর বিনীশ কোডিয়ারি (বাঁ দিকে)। ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ০৪:৪৭
Share: Save:

বিতর্ক চলছিল কয়েক মাস ধরেই। শেষ পর্যন্ত কেরলের সিপিএম রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণনের ছেলে বিনীশ কোডিয়ারিকে গ্রেফতার করল ইডি। অর্থ তছরুপ নিরোধক আইনের (পিএমএলএ) ধারায় গ্রেফতার করা হলেও বিনীশের বিরুদ্ধে মূল অভিযোগ মাদক পাচার চক্রকে টাকা জোগানোর।

রাজ্যে বিধানসভা ভোটের কয়েক মাস আগে শাসক দলের শীর্ষ নেতার ছেলে এ ভাবে গ্রেফতার হওয়ায় ফের উত্তপ্ত কেরলের রাজনীতি। বালকৃষ্ণনের পদত্যাগ দাবি করেছে বিরোধী কংগ্রেস ও বিজেপি। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই দাবি করে সিপিএম অবশ্য দূরত্ব তৈরির চেষ্টা করছে।

বেঙ্গালুরুতে টানা জেরা করার পরে বৃহস্পতিবার বিনীশকে গ্রেফতার করেছে ইডি। আদালত তাঁকে চার দিন ইডি-র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বেঙ্গালুরুতেই গত অগস্টে মাদক-তদন্তের ভারপ্রাপ্ত সংস্থা এনসিবি-র হাতে গ্রেফতার হয়েছিলেন কন্নড় অভিনেতা, অভিনেত্রী-সহ কয়েক জন। ধৃতদের মধ্যে এক জন, মহম্মদ অনুপকে রেস্তরাঁ খোলার জন্য টাকা দিয়েছিলেন বিনীশ। সেই রেস্তরাঁ থেকে মাদক পাচার হত বলে এনসিবি-র অভিযোগ। বিনীশ অবশ্য বরাবর দাবি করেছেন, অনুপকে সাহায্য করলেও মাদকের ব্যাপারে বিন্দুবিসর্গও জানতেন না। কেরলে সম্প্রতি ধরা পড়া সোনা পাচারের ঘটনার সঙ্গে মাদক চক্র ও অনুপের যোগ আছে বলে তদন্তকারী সংস্থাগুলির দাবি। সেই সূত্রেই ইডি-র এই গ্রেফতারের পরে বিনীশ আরও অভিযোগে ফেঁসে যেতে পারেন বলে কেরলে বিরোধী শিবিরের দাবি।

দক্ষিণী ওই রাজ্যের বিরোধী দলনেতা, কংগ্রেসের রমেশ চেন্নিতালার মতে, ‘‘কেরলের মানুষের মাথা হেঁট হয়ে গেল! শাসক দল ও রাজ্য সরকার একযোগে রাজ্যে মাফিয়া কার্যকলাপ পরিচালনা করছে!’’ বালকৃষ্ণনের পদত্যাগ চেয়ে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনের দাবি, ‘‘এই অভিযোগ ও কেলেঙ্কারির জবাব দেওয়ার দায় নৈতিক ভাবে সিপিএমের নেওয়া উচিত।’’

বালকৃষ্ণন অবশ্য আগেই বলেছেন, তাঁর ছেলে দোষী প্রমাণিত হলে এবং তাতে মৃত্যুদণ্ডের বিধান থাকলে তা-ই হোক! কিন্তু এতে দল জড়িত নয়। কেরলের শাসক ফ্রন্ট এলডিএফ এ দিন বলেছে, আইন আইনের পথেই চলবে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ব্যাখ্যা দিয়েছেন, ‘‘বালকৃষ্ণন বা দলের কোনও নেতার বিরুদ্ধে অভিযোগ হলে দল নিশ্চয়ই ব্যবস্থা নিত। রাজ্য সম্পাদকের ছেলে কী করবেন, তার দায় দলের কী ভাবে হবে!’’ তবে আজ, শুক্রবার থেকে দলের কেন্দ্রীয় কমিটির অনলাইন বৈঠক এই ঘটনার রেশ এসে পড়ার সমূহ সম্ভাবনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerala CPM secretary's son ED CPIM Kerala Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE