Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গোয়ায় দলবদল

এমজিপির দুই বিধায়ক মনোহর আজগাঁওকর এবং দীপক পাওয়াসকর গত কাল রাতে বিধানসভার অস্থায়ী স্পিকারকে চিঠি দিয়ে জানান, তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন।

মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি।

মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি।

সংবাদ সংস্থা
পানজিম শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০২:৪৪
Share: Save:

মনোহর পর্রীকরের মৃত্যুর পর গোয়ায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন প্রমোদ সবন্ত। এ বার বিজেপিতে যোগ দিলেন শরিক দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি) দুই বিধায়ক। এর পরই উপমুখ্যমন্ত্রী পদ থেকে এমজিপির সুদিন দাভালিকরকে সরিয়ে দেন প্রমোদ।

এমজিপির দুই বিধায়ক মনোহর আজগাঁওকর এবং দীপক পাওয়াসকর গত কাল রাতে বিধানসভার অস্থায়ী স্পিকারকে চিঠি দিয়ে জানান, তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন। ফলে এমজিপির পরিষদীয় দল বিজেপির সঙ্গে মিশে যাচ্ছে। প্রসঙ্গত, আজগাঁওকর রাজ্যের পর্যটন মন্ত্রী। ওই দুই বিধায়কের যোগদানের ফলে ৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে হল ১৪। কংগ্রেসেরও ১৪ জন বিধায়ক। এমজিপির বিধায়ক সংখ্যা ছিল তিন। তাই আজগাঁওকর এবং পাওয়াসকরের দলবদলে তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না।

দুই বিধায়কের দলত্যাগের পর এমজিপি জানিয়েছে, লোকসভা নির্বাচনে তারা গোয়ায় পৃথক ভাবে লড়াই করবে। শরিক দলের বিধায়ক ভাঙানোকে ভাল চোখে দেখছে না বিজেপির আর এক শরিক গোয়া ফরওয়ার্ড পার্টি(জিএফপি)। দলের সভাপতি বিজয় সরদেশাই বলেছেন, এর ফলে শরিকদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goa MGP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE