Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিরোধী জোটে আরও ৩ দল

কংগ্রেসকে বাদ দিয়ে হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্যে জোট করেছেন বিএসপি নেত্রী মায়াবতী এবং অখিলেশ।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০৫:০৪
Share: Save:

উত্তরপ্রদেশে বিরোধী জোটে আরও তিনটি দলকে সামিল করলেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব। আজ তিনি ঘোষণা করেন, নিশাদ পার্টি, জনবাদী পার্টি (সমাজবাদী) এবং রাষ্ট্রীয় সামন্ত দলে সঙ্গে নির্বাচনী সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে এসপি-বিএসপি-আরএলডি-র মহাজোট।

কংগ্রেসকে বাদ দিয়ে হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্যে জোট করেছেন বিএসপি নেত্রী মায়াবতী এবং অখিলেশ। ওই জোটের নেতৃত্ব ঠিক করেছেন, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৩৮টি আসনে লড়বে বিএসপি, ৩৭টি আসনে এসপি এবং অজিত সিংহের আরএলডি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। রায়বরেলী এবং অমেঠীতে প্রার্থী দেয়নি মহাজোট। আজ তিনটি দলকে মহাজোটে সামিল করলেও তারা ক’টি আসনে এবং কোন কোন আসনে প্রার্থী দেবে তা খোলসা করেননি অখিলেশ। তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশে মহাজোটের সাফল্যকে নিশ্চিত করতে নিশাদ পার্টি, জনবাদী পার্টি (সমাজবাদী) এবং রাষ্ট্রীয় সামন্ত দল একযোগে কাজ করবে। গোরক্ষপুর এবং ফুলপুর উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করতে নিষাদ পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।’’ এসপি প্রধান আজ অভিযোগ করেছেন, ভোটে জিততে রাজ্যপাল, সরকার সংস্থাগুলি এবং সংবাদমাধ্যমকে ব্যবহার করছে বিজেপি।

উত্তরপ্রদেশের আজমগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অখিলেশ। গত বার ওই আসন থেকে জিতেছিলেন প্রবীণ এসপি নেতা মুলায়ম সিংহ যাদব। এক এসপি নেতা বলেন, ‘‘আজমগড় থেকে ভোটে জিততে যাদব, দলিত এবং মুসলিম ভোটের উপরই ভরসা করছেন অখিলেশ।’’

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Akhilesh Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE