Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

রাজনৈতিক উদ্দেশ্যে ছবি! মোদীর বায়োপিক নিয়ে কমিশনে নালিশ ঠুকল কংগ্রেস

সোমবার বিকেলে দলের তরফে একটি প্রতিনিধি দল এ দিন দিল্লিতে কমিশনের দফতের দিয়ে অভিযোগ জানিয়ে আসে।

‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিতে বিবেক ওবেরয়।

‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিতে বিবেক ওবেরয়।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ২১:৫৭
Share: Save:

প্রধানমন্ত্রীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’র জল গড়াল নির্বাচন কমিশনে। ফলে এই ছবির মুক্তি নিয়েই সংশয় তৈরি হল। কমিশনে নালিশ ঠুকে কংগ্রেসের দাবি, শেষ দফা নির্বাচন পর্যন্ত পিছিয়ে দেওয়া হোক ফিল্ম রিলিজ। আজ সোমবার কংগ্রেসের একটি প্রতিনিধি দল কমিশনে গিয়ে অভিযোগ জানায়, লোকসভা ভোটের আগে এটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রিলিজ হলে নির্বাচনী বিধিভঙ্গ হবে এবং ভোটারদের প্রভাবিত করবে। আগামী ৫ এপ্রিল ‘পিএম নরেন্দ্র মোদী’ মুক্তি পাওয়ার কথা।

ছিলেন চা ওয়ালা। সেখান থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী এবং দেশের ১৪তম প্রধানমন্ত্রী। মাঝখানের সময়ে বহু ঘাত-প্রতিঘাত। মোদীর জীবনের এই উত্থান-পতনই ‘পিএম নরেন্দ্র মোদী’র মূল উপজীব্য। মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। কিন্তু এমন সময়ে এই ফিল্মের মুক্তির দিন ধার্য হয়েছে, যখন কার্যকরী হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি। গত ১০ মার্চ রবিবার ভোট ঘোষণার পর থেকে।

এই ফিল্ম নিয়েই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। সোমবার বিকেলে দলের তরফে একটি প্রতিনিধি দল এ দিন দিল্লিতে কমিশনের দফতের দিয়ে অভিযোগ জানিয়ে আসে। তাঁদের নেতৃত্বে ছিলেন কপিল সিব্বল। তিনি বলেন, ‘‘এটার উদ্দেশ্য পুরোপুরি রাজনৈতিক। তিন প্রযোজক এবং অভিনেতা ভারতীয় জনতা পার্টির। আর ছবির পরিচালক ভাইব্র্যান্ট গুজরাতের সঙ্গে সরাসরি যুক্ত। তাই এই ফিল্ম রিলিজ করলে নির্বাচনী বিধিভঙ্গ হবে।’’

আরও পড়ুন: ৬টি বাদ রেখে রাজ্যের আরও ২৫ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেস

আরও পড়ুন: নবান্নে মমতার সঙ্গে বৈঠকে কমল হাসন, আন্দামানে সমর্থন তৃণমূল প্রার্থীকে

কংগ্রেসের দাবি, ১৯ মে শেষ দফার ভোটের পর এই ছবি রিলিজ করা হোক। না হলে ভোটাররা প্রভাবিত হবেন। এই অভিযোগের ফলে ছবির মুক্তি ঘিরে সংশয় তৈরি হল বলেই মনে করছে ওয়াকিবহাল শিবির। অর্থাৎ এখন নির্ধারিত দিনে ছবির মুক্তি কার্যত কমিশনের কোর্টে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE