Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কানহাইয়া কুমারকে হারাতে ভোটযন্ত্রে কারচুপির ডাক, শিবসেনা নেতাকে নোটিস

কমিশন জানিয়েছে, রাউতের বক্তব্যে নির্বাচন প্রক্রিয়ার প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া বিহারের বেগুসরাই থেকে লড়ছেন। ছবি: পিটিআই।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া বিহারের বেগুসরাই থেকে লড়ছেন। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০২:১৭
Share: Save:

কানহাইয়া কুমারকে হারাতে ইভিএমে কারচুপির ডাক দিয়ে নির্বাচন কমিশনের চিঠি পেলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।

দলের মুখপত্র ‘সামনা’য় রাউত লিখেছেন, আসন্ন লোকসভা ভোটে সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারকে হারাতেই হবে। তার জন্য বিজেপিকে ইভিএমে কারচুপি করতে হলে তাই করবে। এর পরেই আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শিবসেনা মুখপাত্রের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। আগামী কালের মধ্যে রাউতের জবাব চেয়ে পাঠানো হয়েছে।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া বিহারের বেগুসরাই থেকে লড়ছেন। তাঁকে আক্রমণ করে শিবসেনা মুখপাত্র লিখেছেন, ‘‘কানহাইয়া হল এক বোতল বিষ। তাঁর জয়ের অর্থ সংবিধানের পরাজয়। বাগুসরাইয়ে কানহাইয়াকে হারানো বিজেপির কর্তব্য। তার জন্য দরকারে এভিএম কারচুপি করতে হবে। কিন্তু এই বিষের বোতল যেন কোনও ভাবেই লোকসভায় না পৌঁছয়।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কমিশন জানিয়েছে, রাউতের বক্তব্যে নির্বাচন প্রক্রিয়ার প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে। তাঁর মন্তব্য আদর্শ নির্বাচনী বিধি বিরোধী। রাউত বলেছেন, ‘‘কমিশনের চিঠি পেয়েছি। আমরা নির্বাচন কমিশনকে সম্মান করি। যথাসময়ে জবাব জানিয়ে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 EVM Sanjay Raut Shiv sena
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE