Advertisement
২৭ এপ্রিল ২০২৪

গডকড়ীর মেয়ের বিয়ে, ৫০ চার্টার্ড বিমানে অতিথিরা

প্রধানমন্ত্রী বলছেন, বড়লোকের কালো টাকা উদ্ধার করে গরিবের কল্যাণ করবেন। গোটা দেশে নোটের আকালে খাবি খাচ্ছে মানুষ। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর মেয়ের বিয়ের ঘটা দেখলে কিন্তু এমনটা মালুম হওয়ার উপায় নেই।

নবদম্পতিকে রামদেবের শুভেচ্ছা। রবিবার নাগপুরে নিতিন গডকড়ীর মেয়ের বিয়ের আসরে। ছবি: পিটিআই

নবদম্পতিকে রামদেবের শুভেচ্ছা। রবিবার নাগপুরে নিতিন গডকড়ীর মেয়ের বিয়ের আসরে। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
নাগপুর শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০৩:১৪
Share: Save:

প্রধানমন্ত্রী বলছেন, বড়লোকের কালো টাকা উদ্ধার করে গরিবের কল্যাণ করবেন। গোটা দেশে নোটের আকালে খাবি খাচ্ছে মানুষ। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর মেয়ের বিয়ের ঘটা দেখলে কিন্তু এমনটা মালুম হওয়ার উপায় নেই।

নাগপুরের ওয়ার্ধা রোডে রানি কোঠি-তে আজ বিয়ের আসর বসেছে। সেখানে নিমন্ত্রিত অসংখ্য ভিভিআইপি। কোনও কোনও সূত্রের দাবি, অতিথিদের ৫০টি চার্টার্ড বিমানে উড়িয়ে আনা হচ্ছে নাগপুর। অতিথি-অভ্যাগতদের তালিকায় রয়েছেন দশ হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সভাপতি অমিত শাহ, মুকেশ অম্বানী এবং রতন টাটা, কুমারমঙ্গলম বিড়লার মতো শিল্পপতি তো আছেনই। বাদ যাননি প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। ফলে নাগপুরগামী সব বিমানে এই দু’দিনে কোনও টিকিটই পাননি সাধারণ যাত্রীরা। গডকড়ীর তরফে অবশ্য বলা হচ্ছে, মোটেই ৫০টা নয়, মাত্র ১০টা বাড়তি বিমান নেমেছে নাগপুরে।

কিছু দিন আগে কর্নাটকের প্রাক্তন বিজেপি মন্ত্রী জি জনার্দন রেড্ডির মেয়ের বিয়ের আড়ম্বর নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। আয়কর দফতর নজরও রেখেছিল। কিন্তু গডকড়ীর মতো কেন্দ্রীয় মন্ত্রী রাজনৈতিক ধারে ও ভারে অনেকটাই এগিয়ে। বিরোধী শিবির থেকে আমন্ত্রিত কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। আসবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এনসিপি প্রধান শরদ পওয়ার। থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতও। নাগপুরে এমন ভিভিআইপি অতিথি সমাগম হয়েছিল ছ’বছর আগেও। সে বার ছিল গ়ডকড়ীর বড় ছেলে নিখিলের বিয়ে। গ়ডকড়ী তখন ছিলেন বিজেপি সভাপতি। এই রবিবাসরীয় সন্ধ্যায় গ়ডকড়ীর মেয়ে কেতকীর বিয়ে নাগপুরেরই সন্ধ্যা এবং রবীন্দ্র কাশখেদিকরের ছেলে আদিত্যর সঙ্গে। আমেরিকায় ফেসবুকে কাজ করেন আদিত্য। বিয়ে মিটলেই আগামিকাল থেকে দু’সপ্তাহ ধরে মহারাষ্ট্রের বিধানসভার অধিবেশন শুরু। তাই সব বিধায়কও হাজির থাকবেন হাই প্রোফাইল এই অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের জেরে তৈরি হওয়া অর্থনৈতিক সঙ্কট নিয়ে বারবার দেশবাসীকে পাশে থাকতে বলছেন, সেখানে তাঁর দলেরই মন্ত্রীর মেয়ের বিয়েতে এমন আয়োজন নিয়ে ভুরু কোঁচকাচ্ছে অনেকেরই। নাম প্রকাশে অনিচ্ছুক আরএসএসের এক স্বয়ংসেবকের মন্তব্য, ‘‘গডকড়ী তো সঙ্ঘের মতাদর্শ জানেন। তিনি নিজে এখনও স্বয়ংসেবক। এ ধরনের এলাহি আয়োজন আমাদের সঙ্ঘের সঙ্গে একেবারেই খাপ খায় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nitin Gadkari Daughter's marriage chartered flight
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE