Advertisement
২৭ এপ্রিল ২০২৪
ASAT

কী ভাবে কৃত্রিম উপগ্রহ ধ্বংস করেছিল এ-স্যাট, ভিডিয়ো প্রকাশ করল প্রতিরক্ষা মন্ত্রক

সেই আগ্রহ নিরসনে এ বার এগিয়ে এল প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি কৃত্রিম উপগ্রহ ধ্বংসের এক ভিডিয়ো প্রকাশ করল তারা।

কৃত্রিম উপগ্রহ ধ্বংস। ছবি প্রতিরক্ষা মন্ত্রকের ভিডিয়োর দৃশ্য।

কৃত্রিম উপগ্রহ ধ্বংস। ছবি প্রতিরক্ষা মন্ত্রকের ভিডিয়োর দৃশ্য।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ১১:১২
Share: Save:

ওড়িশার চাঁদিপুরের কাছে আব্দুল কালাম দ্বীপ থেকে গত ২৭ মার্চ, ‘ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ইন্টারসেপ্টর’ ক্ষেপণাস্ত্র ছুড়ে ৩০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে থাকা, ভারতেরই একটি বাতিল কৃত্রিম উপগ্রহকে ৩ মিনিটে ধ্বংস করা হয়। ‘মিশন শক্তি’-র অধীনে এই অ্যান্টি স্যাটেলাইট বা এ-স্যাট টেস্ট ভারতকে মহাকাশ শক্তিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এই কৃত্রিম উপগ্রহ ধ্বংসের খবর দেশবাসীকে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর থেকেই কী ভাবে মহাকাশে ধ্বংস হল কৃত্রিম উপগ্রহ-এই নিয়ে আগ্রহ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। সেই আগ্রহ নিরসনে এ বার এগিয়ে এল প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি কৃত্রিম উপগ্রহ ধ্বংসের এক ভিডিয়ো প্রকাশ করল তারা।

প্রতিরক্ষা মন্ত্রকের ফেসবুক পেজে প্রকাশিত সেই ভিডিয়োতে ছবি ও গ্রাফিক্সের মাধ্যমে গোটা মিশনটি তুলে ধরা হয়েছে। ক্ষেপণাস্ত্রের যে অত্যাধুনিক প্রযুক্তি এই মিশনে ব্যবহৃত হয়েছে, সে দিকটিও তুলে ধরা হয়েছে।

দেখুন সেই ভিডিয়ো-

আরও পড়ুন: পসকো রুখেও ফিরে আসেনি পানের বরজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mission Shakti A-SAT DRDO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE